তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি টিপস জানিয়ে দিব যে টিপস এর মাধ্যমে আপনি কর নম্বর আপনার ফোনে সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে।
whatsapp এর এটি একটি নতুন আপডেট যা আগে ছিল না। যদি আপনি এই বিষয়ে জানতে চান তাহলে পুরা পোস্ট দেখে নিবেন।
তাহলে আপনি পারবেন কোন প্রকার নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে যে কাউকে মেসেজ বা কল করতে।
তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই ম্যান পোস্টে। হোয়াটসঅ্যাপে নাম্বার না সেভ করে কল ও মেসেজ মেসেজ দেওয়ার নিয়ম।
ফোন নাম্বার না সেভ করেই হোয়াটসঅ্যাপে মেসেজ ও কল করার নিয়ম ২০২২..
টিপস-১
এ কাজ করার জন্য প্রথমে আপনি আপনারে ফোনের Chrome browser open করবেন। তারপর সার্চ অপশনে গিয়ে লিখুন wa.me/88 যার সাথে মেসেজ বা কল দিতে চান তার নাম্বার লিখুন। যেমনটি দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনশটে, লেখা শেষ হয়ে গেলে এন্টার বাটুনে ক্লিক করবেন
#টিপস-২
তারপর প্রিয় ভিজিটর বন্ধুরা এরকম অপশন আপনার মোবাইলে দেখতে পারবেন। এখন আপনি continue to chat এই অপশনটিতে ক্লিক করবেন।
টিপস-৩
তারপর দেখুন বন্ধুরা সরাসরি নিয়ে চলে এসেছেন মেসেজ করার অপশনে। এখান থেকে চাইলেই কিন্তু কাউকে মেসেজ ও কল করতে পারবেন কোন প্রকার নাম্বার সেভ করার ঝামেলা ছাড়াই।
তো বন্ধুরা উপরে যে নিয়মগুলো দেখানো হলো এই নিয়মে আপনি আপনার ফোনের ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ হয়ে যাবে।
নাম্বার না সেভ করেই হোয়াটসঅ্যাপে মেসেজ ও কল করার নিয়ম নিয়ে শেষ কথা....
আশা করি আজকের এই পোস্ট দেখে, whatsapp এ নাম্বার না সেভ করে কিভাবে কল ও মেসেজ করা যায় এ বিষয়ে জানতে পেরেছেন।
যদি এই পোস্ট আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন ও এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন ও কমেন্ট করে জানিয়ে দিবেন।
আমি আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করব।
whatsapp নিয়ে আরো কোন টিউটোরিয়াল এর প্রয়োজন হলে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ট্যাগঃ-
# নাম্বার না সেভ করেই হোয়াটসঅ্যাপে মেসেজ ও কল করার নিয়ম,
# whatsapp এর নাম্বার না সেভ করেই মেসেজ করার উপায়,
# কিভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার না সেভ করে মেসেজ ও কল করা যায়,
0 Comments