2022 কি keyword কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, 2022 কি keyword কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড রিসার্চ কাকে বলে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ ?
কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়

বন্ধুরা আজকে আমরা এই পোস্টে জানবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ও কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ তা নিয়ে অবশ্যই বিস্তারিত জানতে  এই পোস্টটি মনোযোগ সহকারে দেখে নিবেন। 


আমাদের হয়তো একটি ব্লগ সাইট রয়েছে। আমরা নিয়মিত পোস্ট করি কিন্তু গুগল থেকে ভিজিটর আসে না। ‌ আপনার সাইটে যদি গুগল থেকে ভিজিট না আসে। তাহলে কিন্তু আপনি গুগল এডসেন্স অ্যাপ্রুভ পেতে অবশ্যই  গুগল থেকে ভিজিটর আনতে হবে। 


আর গুগল থেকে ভিজিটর আনার জন্য। অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে আমাদের পোস্ট লিখতে হবে। আপনি যদি নিজের ইচ্ছামতন একটি কিওয়ার্ড দিয়ে একটি পোস্ট লিখেন সে ক্ষেত্রে কিন্তু আপনি গুগল থেকে তেমন ভিজিট পাবেন না । তাই গুগল থেকে পর্যাপ্ত পরিমাণে ভিজিটর পাওয়ার জন্য অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট লিখতে হবে।


কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণঃ-

আমাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে, কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ, ধরুন আপনি নিজের ইচ্ছা মত একটি কিওয়ার্ড দিয়ে একটি পোস্ট আপনার ব্লগে লিখলেন। আপনি যে পোস্ট লিখলেন আপনার মনের মতো করে, কোন প্রকার কিওয়ার্ড রিসার্চ না করে। এখন আপনি যে কিওয়ার্ড দিয়ে পোস্টে লিখলেন। এই কিওয়ার্ড কি google এ কেউ সার্চ করে কি না, তা কিন্তু আপনি জানেন না। আর আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট করেন তাহলে শতভাগ নিশ্চিত হবেন যে এই কিওয়ার্ডটি লিখে মানুষ গুগলে সার্চ করে।


সাপোজ আপনি কিওয়ার্ড রিসার্চ করে এমন একটি কিওয়ার্ড নিলেন, যে কিওয়ার্ডে লিখে মানুষ google এ প্রতিদিন এক হাজার বার সার্চ করতছে। আপনি যদি এই কিওয়ার্ড দিয়ে একটি পোস্ট লিখেন তাহলে ১০০০ সার্চ এ মধ্যে আপনি না হলেেও প্রতিদিন পর্যাপ্ত ভিজিটর পেতে পারেন । আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।


কিওয়ার্ড রিসার্চ করার উপায়ঃ-

কিওয়ার্ড রিসার্চ করার অনেক উপায় রয়েছে। তার মধ্যে একটি সহজ উপায় আপনাদের আমি জানিয়ে দিব। আপনি এই সহজ উপায়ে যে কোন প্রকার কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবে।


কিওয়ার্ড রিসার্চ করার নিয়মঃ-

কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম জানতে নিচের দেখানো নিয়মগুলো ভালো করে ফলো করবেন। এবং সে অনুযায়ী আপনিও কাজ করবেন ইনশাল্লাহ 100% কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।


ধাপ-১

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ; কীওয়ার্ড রিসার্চ কিভাবে করব ; কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম ; কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্ববপূর্ণ ; কিওয়ার্ড  রিসার্চ কিভাবে করতে হয় ; ব্লগে ভিজিটর পাওয়ার উপায় ; বাংলা কিওয়ার্ড রিসার্চ টুল ; কিওয়ার্ড রিসার্চ কাকে বলে ;

তো ফ্রেন্ডস, প্রথমে keyword research করার জন্য এই লিংকে প্রবেশ করবেন " ahrefs.com/keyword-generator " তারপর উপরের স্ক্রিনশট এর মত আসবে। এখান থেকে আপনি Google, Bing, YouTube, Amazon, এর কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

তারপর নিজের ঘরে আপনি যে বিষয়ে কিওয়ার্ড রিসার্চ করতে চান। তা লিখবেন। উপরে দেখুন আমি অনলাইনে ইনকাম বিষয়ে কিবোর্ড রিসার্চ করতে চাই তাই উপরের ঘরে লিখেছি আপনি যে বিষয়ে রিসার্চ করতে চান সেই কিওয়ার্ড টি লিখবেন। 

তারপর একটু নিচের দিকে দেখুন United status এরপর সে একটি তীর আইকন এর মতো রয়েছে। আপনি এই আইকনে ক্লিক করবেন।


ধাপ-২

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ; কীওয়ার্ড রিসার্চ কিভাবে করব ; কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম ; কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্ববপূর্ণ ; কিওয়ার্ড  রিসার্চ কিভাবে করতে হয় ; ব্লগে ভিজিটর পাওয়ার উপায় ; বাংলা কিওয়ার্ড রিসার্চ টুল ; কিওয়ার্ড রিসার্চ কাকে বলে ;

তো বন্ধুরা এই তির আইকনে ক্লিলিক করার পর। অনেকগুলো দেশের নাম দেখতে পারবেন। আপনি যদি বাংলাদেশ কে টার্গেগেট করে পোস্ট লেখেন তাহলে অবশ্যই bd লিখে সার্চ করবেন। তাহলে আমাদের বাংলাদেশ চলে আসবে। আর আপনি যদি অন্য কোন দেশ টার্গেট করে পোস্ট লিখতে চান তাহলে ওখানে আপনি সেই দেশের নাম লিখবেন। যেহেতু আমি বাংলাদেশ কে টার্গেগেট করে পোস্ট লিখব তাই আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। 


ধাপ-৩ 

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ; কীওয়ার্ড রিসার্চ কিভাবে করব ; কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম ; কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্ববপূর্ণ ; কিওয়ার্ড  রিসার্চ কিভাবে করতে হয় ; ব্লগে ভিজিটর পাওয়ার উপায় ; বাংলা কিওয়ার্ড রিসার্চ টুল ; কিওয়ার্ড রিসার্চ কাকে বলে ;

বাংলাদেশ সিলেক্ট করার পর। উপরের স্ক্রিনশট এর মত আসবে। এবং দেখুন I'm not a robot একটি অপশন এসেছে আপনি এই অপশনে ক্লিক করবেন।


ধাপ-৪

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ; কীওয়ার্ড রিসার্চ কিভাবে করব ; কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম ; কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্ববপূর্ণ ; কিওয়ার্ড  রিসার্চ কিভাবে করতে হয় ; ব্লগে ভিজিটর পাওয়ার উপায় ; বাংলা কিওয়ার্ড রিসার্চ টুল ; কিওয়ার্ড রিসার্চ কাকে বলে ;

তারপর বন্ধুরা এরকম একটি ক্যাপস আসবে। এটি পূরণ করতে হবে। উপরে দেখুন আমাকে সিলেক্টট করতে বলেছে a fire hydrant , এখন নিচে যে কয়টি a fire hydrant রয়েছে সে কয়টি সিলেক্টট করতে হবে। সিলেক্টট করা হয়ে গেলে Verify অপশনে ক্লিক করতে হবে।


ধাপ-৫

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ; কীওয়ার্ড রিসার্চ কিভাবে করব ; কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম ; কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্ববপূর্ণ ; কিওয়ার্ড  রিসার্চ কিভাবে করতে হয় ; ব্লগে ভিজিটর পাওয়ার উপায় ; বাংলা কিওয়ার্ড রিসার্চ টুল ; কিওয়ার্ড রিসার্চ কাকে বলে ;

ভেরিফাই অপশনে ক্লিলিক করার পর। একটু নিচের দিকে এলে দেখতে পারবে অনেক অনেক Keyword, আপনি এখান থেকে যেকোনো একটি কিওয়ার্ড নিয়ে পোস্টট লিখতে পারেন। তবে উপরের দিকের কিওয়াার্ডগুলো ব্যবহার করে পোস্ট লেখার চেষ্টা করবে, এতে ভিজিটর বেশি পাবেন।


আচ্ছা বন্ধুরা এভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। যদি এই পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। 

আর এই পোস্ট এখানে শেষ করতেছি পরবর্তীতে এরকম পোস্ট পেতে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments