বাংলাদেশে 4hp ডিজেল ইঞ্জিনের দাম | 4hp Diesel Engine Price in Bangladesh 2023

4hp Diesel Engine price in Bangladesh 2023:-

আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে আপনি এই পোস্টে জানতে পারবেন বাংলাদেশে 4hp ডিজেল ইঞ্জিনের দাম কত। আপনারা হয়তো অনেকেই 4hp Diesel Engine কিনতে চাচ্ছেন কিন্তু দাম কত তা জানেন না। আপনি যদি আজকের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন তাহলে আপনি অবশ্যই 4hp ডিজেল ইঞ্জিনের  সঠিক দাম জানতে পারবেন।

বাংলাদেশে 4hp ডিজেল ইঞ্জিনের দাম
4hp Diesel Engine price in Bangladesh


তাহলে চলুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নেই , এই মেশিনটি ক্রয় করলে আপনি কি কি পেতে পারেন। এবং এই মেশিনের ভালো দিক কি? এবং এই মেশিনটি দিয়ে সর্বোচ্চ কত বিঘা জমিতে পানি সেচ করা যেতে পারে।

4hp ডিজেল ইঞ্জিনের সাথে কি কি পাবেন।

আপনি যদি এই মিশিনটি কিনেন তাহলে আপনি এর সাথে যাবতীয়  কিছু দরকারির রেন্স পাতি পাবেন। এছাড়াও মেশিনের সাথে থাকবে এক সেট রিংক। এক কথায় কোম্পানি থেকে মেশিনের সাথে যেগুলো দিবে আপনি সেগুলো পাবেন। অবশ্যই আপনি সেগুলো দেখে শুনে নিবেন।


4hp Diesel Engine ভালো দিক।

এই মেশিনের ভালো দিক হচ্ছে, এর ওজন খুবই হালকা এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া খুবই সহজ।

মেশিনের নেট ওজন ৬০ কেজি।

এবং তেল খরচ খুবই কম। অল্প তেলে আপনি বেশিক্ষণ জমি সেচ করতে পারবেন।

এসব মেশিনটি দেখতে খুবই সুন্দর লাগে। এটি ডিজেল দিয়ে চলবে।

এবং পানির স্তর নিচে গেলেও এই মেশিন দিয়ে খুব সহজেই পানি উঠানো যায়। 

একটানা দীর্ঘ সময় পর্যন্ত চালানো যায়।


4hp ডিজেল ইঞ্জিন ব্যবহার করে সর্বোচ্চ কত বিঘা জমিতে পানি সেচ করা যায়।

এই মেশিন দিয়ে আপনি সর্বোচ্চ ১০ থেকে ১৫ বিঘা জমি খুব সহজেই সেচ করতে পারবেন। প্রতি বিঘা জমিতে পানি শেষ করতে ১.৫ লিটার তেল খরচ হতে পারে। তবে আপনি পুকুর ডোবা নদী থেকে পানি সেচ করলে আপনি অল্প তেলে বেশি পানি সেচ করতে পারবেন।


বাংলাদেশে 4hp ডিজেল ইঞ্জিনের দাম / 4hp Diesel Engine price in Bangladesh ২০২৩

4hp Diesel Engine price in Bangladesh :- এই ছোট্ট ডিজেল ইঞ্জিনের বাংলাদেশে বর্তমান দাম 17000 হাজার টাকা।

তবে এই দাম স্থায়ী নয়, যে কোন সময় এর দাম কমতে এবং বাড়তে পারে তাই আপনি কেনার আগে অবশ্যই এর দাম ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন। 


পরিশেষে বলতে চাই

আশাকরি আজকের এই পোস্ট দেখে 4hp ডিজেল ইঞ্জিনের দাম ও এই ইঞ্জিন সম্পর্কে জানতে পেরেছেন। 

যদি আপনার পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না।

আর এরকম মেশিনের রিভিউ নিয়মিত পেতে এই ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবেন।।

এই ওয়েবসাইটটি ভিজিট করার জন্য গুগলে গিয়ে আইটি আরিফুল লিখে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন।

Post a Comment

0 Comments