জিও ফোন হ্যাং হলে করনীয় কি জেনেনিন । What to do if Geo phone hangs


আমরা অনেকেই জিও ফোন ব্যবহার করি। এবং নানা কারণে আমাদের শখের জিও ফোন হ্যাং করে। 


তো বন্ধুরা আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন জিও ফোন কি কারণে হ্যাং হয় এবং কি করলে জিও ফোন হ্যাং হওয়া থেকে মুক্তি পাওয়া যায়


তো বন্ধুরা এসব কারণ নেই আজকের এই পোস্ট। যদি আপনার জিও ফোন নিয়মিত হ্যাং করে। তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 


যদি আপনার জিও ফোন হ্যাং হওয়া সমস্যা থেকে সমাধান পেতে চান তাহলে আজকের এই পোস্ট মনোযোগ সহকারে দেখে নিবেন এবং যেসব নিয়মগুলো বলে দেওয়া হবে সেইসব নিয়ম গুলো অনুযায়ী আপনি আপনার ফোনে কাজ করবেন আমি নিশ্চিত ১০০% আপনার মোবাইল হ্যাং হওয়া থেকে মুক্তি পাবে।


তো বন্ধুরা অনেক বকবক করলাম এখন দেখে নেওয়া যাক geo ফোন হ্যাং সমস্যা থেকে সমাধান পাওয়ার নিয়ম গুলো।

জিও ফোন সমস্যার সমাধান।।

১) যদি আপনি আপনার জিও ফোনে অতিরিক্ত এপ্স গেম ইন্সটল দিয়ে থাকে তাহলে অবশ্যই যেসব এপস গেম আপনার দরকার সেগুলো রেখে বাকিগুলো আনইন্সটল করে দিবেন। এতে আপনার ফোনের র‍্যামের উপর থেকে কিছুটা হলেও প্রেসার কমে যাবে। এবং মোবাইলের তুলনায় একটু হলেও ভালো গতিতে চলবে। এবং মোবাইল হ্যাং হওয়া থেকে একটু হলেও মুক্তি পাওয়া যাবে।


২) তারপর ‌ আপনার মোবাইলের ফোন মেমোরি যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফোন মেমোরির সকল ফাইল মুভ করে মেমোরিতে সেভ করে নিবেন। এবং সব সময় চেষ্টা করবেন মোবাইলের ফোন মেমোরিটা যেন ফাঁকা থাকে। তাহলে আপনি ফোন হ্যাং প্রবলেম থেকে সমাধান পাবেন।।


৪) মোবাইল চার্জ দেওয়া অবস্থায় ব্যবহার করবেন না। ‌


৫) আপনার জিও ফোনে হাই কোয়ালিটি ভিডিও চালু করার চেষ্টা না করাই ভালো। ‌ কারণ যখনই আপনি একটি হাই কোয়ালিটি এইচডি ভিডিও আপনার জিও ফোনে চালু করবেন তখন কিন্তু আপনার জিও ফোনের উপর প্রচুর চাপ পড়ে যাবে। এতে আপনার জিও ফোন অতি সহজেই হ্যাং হয়ে যেতে পারে। তাই জিও ফোনে এইচডি ভিডিও চালু করে না দেখাই ভালো।


আর কোন কারনে যদি হঠাৎ আপনার ফোন হ্যাং করে তাহলে আপনি কি করবেন তা জেনে নিন।

আপনার জিও ফোন যদি হঠাৎ হ্যাং করে তাহলে আপনি যা করবেন

১) আপনার ফোনের ব্যাটারি সঙ্গে সঙ্গে খুলে ফেলুন।


২) তারপর আবার ব্যাটারীটি ফোনে লাগান।


৩) এবং ফোনটি আবার ওপেন করুন।


তাহলে আপনার ফোন আবার চলবে। 

জিও ফোন হ্যাং হলে করনীয় কী নিয়ে শেষ কথা,,,,

আশা করি আজকের এই পোস্ট দেখে জিও ফোন হ্যাং সমস্যার সমাধান পেয়ে গিয়েছে। 


যদি আপনার এই পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কোথাও কোন কিছু না বুঝতে পারলেও কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।


জিও ফোন নিয়ে আরও যদি কোন পোস্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।


তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


ট্যাগ:-

# জিও ফোন হ্যাং হলে করনীয়,

# জিও ফোন হ্যাং সমস্যার সমাধান,

# জিও ফোন হ্যাং হয় কেন,

# জিও ফোন হ্যাং হওয়ার কারণ, 

Post a Comment

0 Comments