সহজেই মোবাইল রিসেট দেয়ার নিয়ম জেনে নিন !

মোবাইল রিসেট দেওয়ার উপায় - ২০২২

আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো রয়েছি।

সহজেই মোবাইলে রিসেট দেওয়ার নিয়ম . মোবাইল রিসেট দেওয়ার উপায় . স্মার্টফোন কিভাবে রিসেট দিতে হয় . সফটওয়্যার আপডেট করার নিয়ম‌ . মোবাইল রিসেট দেওয়ার সুবিধা !

আজকে আমি আপনাদের মাঝে, একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম, আজকের টিপস হচ্ছে মোবাইল কিভাবে রিসেট দেবেন সে বিষয়ে।


আমরা অনেকেই এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকি। মাঝে মাঝে আমাদের মোবাইল স্লো কাজ করে। এবং মোবাইল হ্যাং করে। 


তো বন্ধুরা এই সব সমস্যার সমাধান পাওয়ার জন্য। মোবাইলকে রিসেট করতে হয়। 


কিন্তু আমরা অনেকেই জানিনা যে মোবাইল কিভাবে মোবাইল রিসেট করতে হয়। যার কারণে আমরা মোবাইলে রিসেট দিতে পারিনা।


তো বন্ধুরা চিন্তার কোন কারণ নেই আজকের এই পোস্টে আপনি a to z মোবাইল রিসেট দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।


বন্ধুরা মোবাইল রিসেট দেওয়া লাগে আমরা জেনে নেই, মোবাইল রিসেট দিলে কি কি সুবিধা পাব এবং মোবাইল রিসেট দেওয়ার আগে করণীয় কি।


মোবাইল রিসেট দেওয়ার সুবিধা এবং মোবাইল রিসেট দেওয়ার আগে করণীয়।


১. মোবাইল রিসেট দিলে আপনার মোবাইল নতুনের মত সকল ফাংশন হয়ে যাবে।

২. মোবাইল রিসেট দিলে আপনার মোবাইলে যেসব অ্যাপস গেম ইন্সটল করেছিলেন সেগুলো ডিলিট হয়ে যাবে।

৩. ফোন মেমোরির সকল কিছু ডিলিট হয়ে যাবে। তাই মোবাইল রিসেট দেওয়া লাগে ফোন মেমোরিতে যেসকল দরকারি ফাইল গুলো রয়েছে। সে সকল ফাইল কোন মোবাইলে ট্রান্সফার করে নিবেন বা আপনার কোন মেমোরি তে কপি করে নিবেন।


৪. ফোনের সেভ করা নাম্বার গুলো ডিলিট হওয়ার সম্ভাবনা রয়েছে।


তাহলে চলেন বন্ধুরা এক হলাম জেনে নেই কিভাবে মোবাইলের রিসেট করব বা দিবো।


মোবাইল রিসেট দেওয়ার নিয়ম :-


#ধাপ-১

সহজেই মোবাইলে রিসেট দেওয়ার নিয়ম . মোবাইল রিসেট দেওয়ার উপায় . স্মার্টফোন কিভাবে রিসেট দিতে হয় . সফটওয়্যার আপডেট করার নিয়ম‌ . মোবাইল রিসেট দেওয়ার সুবিধা !

প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং এ প্রবেশ করবেন। সেটিং এ প্রবেশ করার পর একটু নিচের দিকে এসে দেখবেন system নামে একটি অপশন রয়েছে। আপনি এই অপশনে ক্লিক করবেন।


#ধাপ-২

সহজেই মোবাইলে রিসেট দেওয়ার নিয়ম . মোবাইল রিসেট দেওয়ার উপায় . স্মার্টফোন কিভাবে রিসেট দিতে হয় . সফটওয়্যার আপডেট করার নিয়ম‌ . মোবাইল রিসেট দেওয়ার সুবিধা !

সিস্টেম অপশনে ক্লিক করার পর, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে About phone নামে একটি অপশন দেখতে পারবেন, আপনি এই অপশনে ক্লিক করবেন।


#ধাপ-৩

সহজেই মোবাইলে রিসেট দেওয়ার নিয়ম . মোবাইল রিসেট দেওয়ার উপায় . স্মার্টফোন কিভাবে রিসেট দিতে হয় . সফটওয়্যার আপডেট করার নিয়ম‌ . মোবাইল রিসেট দেওয়ার সুবিধা !

About phone অপশনে ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত তিনটি অপশন আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পারবেন। এখন আপনি সবার নিচে  যে অপশন রয়েছে আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


#ধাপ-৪

সহজেই মোবাইলে রিসেট দেওয়ার নিয়ম . মোবাইল রিসেট দেওয়ার উপায় . স্মার্টফোন কিভাবে রিসেট দিতে হয় . সফটওয়্যার আপডেট করার নিয়ম‌ . মোবাইল রিসেট দেওয়ার সুবিধা !

তারপর আপনার মোবাইলের স্ক্রিনের উপরে স্ক্রীনশটএর মত আসবে। এখন নিচের দিকে দেখুন Reset phone নামে একটি অপশন রয়েছে, আপনি ওই অপশন এ ক্লিক করবেন। রিসেট অপশন এ ক্লিক করার পর আপনার মোবাইল রিসেট হয়ে যাবে। 


শেষ কথা।

আজকের এই টিউটোরিয়াল দেখে - মোবাইল রিসেট দেওয়ার নিয়ম সম্পর্কে একটু হলেও জানতে পেরেছেন।


আজকের এই পোস্ট যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যাতে আপনার বন্ধুরাও ফোন কিভাবে রিসেট করে এ ব্যাপারে জানতে পারে।


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন। তাহলে নিচে দেখুন কমেন্ট করার অপশন রয়েছে ওখানে গিয়ে আপনি কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।


বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরো নতুন কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments