মোবাইলে কথা বলার সময় নেটওয়ার্ক সমস্যার সমাধান


প্রিয় ভিজিটর বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের নেটওয়ার্কের সমস্যার সমাধান করতে হয়। 
সাধারণত আমরা যখন মোবাইলে কথা বলি। তখন আমাদের মোবাইলের কথাগুলো মাঝে মাঝে আটকে আটকে আসে। যার কারনে আমরা কথা ভালোমতো বুঝতে পারিনা। 


মোবাইলে নেটওয়ার্ক সমস্যা যদি থাকে। তাহলে মোবাইলে কথা ভালো মতো শোনা যায় না। তাই আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সমাধান করা যায়। 


আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই পোস্টে দেখানোর নিয়ম অনুযায়ী, আপনি আপনার ফোনে ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনি আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যার সমাধান করে নিতে পারবেন।

তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেন পোস্টে।

মোবাইলে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায় ২০২২...

১. 

মোবাইলে নেটওয়ার্কের সমস্যা সমাধান করতে চাইলে। প্রথমে আপনি আপনার ফোনে সেটিং এ প্রবেশ করবেন। তারপর sim card mobile network, এই অপশনে প্রবেশ করবেন।


২.

তারপর আপনার যে সিমে নেটওয়ার্কের সমস্যা হয়। সেই সিমে ক্লিক করবেন।


৩.


তারপর preferred network type, অপশনে ক্লিক করবেন।


৪.


তো তারপর বন্ধুরা এই রকম অপশন দেখতে পারবেন। আপনি যদি কথা বলার সময় নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে আপনি prefer 3G এই অপশনে ক্লিক করবেন।


তাহলে কিন্তু বন্ধুরা আপনার কথা বলার সময় যে নেটের সমস্যা হত prefer 3G সিলেট করার পর। আর আপনার মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হবে না। এই সেটিংটি শুধু কথা বলার সময় কাজে লাগবে। ইন্টারনেট ব্যবহার করার জন্য এই সেটিং টি পাওয়া গেলেন। 


তাই আপনি যখন ইন্টারনেট চালাবেন তখন 5g অথবা 4g সিলেক্ট করে নেবেন।


মোবাইলে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায় নিয়ে শেষ কথা...

আশা করি আজকের এই পোস্ট দেখে আপনি আপনার মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান করে নিতে পেরেছেন।


যদি আপনি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবে। সমাধান দেওয়ার চেষ্টা করব।


এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে এই ওয়েবসাইট ভিজিট করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

#Tags:

# মোবাইলে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়,

# কথা বলার সময় নেটের সমস্যার সমাধান।

# মোবাইলে নেটওয়ার্ক না পেলে করণীয়।

Post a Comment

0 Comments