আমরা অনেকেই ওয়েবসাইট তৈরি করতে চাই। কিন্তু কিভাবে ওয়েবসাইট খুলব সে নিয়ম আমরা অনেকেই জানিনা। যার কারণে আমরা ওয়েবসাইট তৈরি বা খুলতে পারি না।
তো বন্ধুরা আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান। বা ওয়েবসাইট খুলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে চান। তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কারণ আজকের এই পোস্টে আমি কিভাবে একটি ওয়েবসাইট খুলতে হয়। তা নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করব।
বন্ধুরা আজকে আমি Wapkiz.com এ ওয়েবসাইট তৈরি করা শিখাবো। Wapkiz.com এ ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ ও মনের মত ডিজাইন খুব সহজে করা যায়। এছাড়াও আপনি এখানে ওয়েবসাইট তৈরি করে গুগল এডসেন্স এর মাধ্যমে খুব সহজে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।
তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা ওয়েবসাইট তৈরি করার সম্পূর্ণ গাইডলাইন জেনে নেই।
Wapkiz সাইট খোলার সহজ উপায় ২০২২
১) ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমাদের Wapkiz.com এ যেতে হবে। তারপর উপরের স্ক্রিনশট এর মত আসবে। আপনি Register অপশনে ক্লিক করবেন।
- আপনার নাম দিবেন।
- আপনার জিমেইল আইডি দিবেন।
- একটি পাসওয়ার্ড দিবেন
- নিচে আবার একই পাসওয়ার্ডটি লিখবে।
- তারপর ক্যাপচাটি পূরণ করবেন।
- নিচে ফাঁকা ঘরে ক্লিক করে ঠিক চিহ্ন দিবেন।
- সর্বশেষ create now অপশনে ক্লিক করবেন।
তারপর নিচে দেখুন।
৩) তারপর বন্ধুরা এরকম অপশন দেখতে পারবেন। আপনি যে নামে ওয়েবসাইট খুলতে চান। উপরের ফাঁকা ঘরে সে নামটি লিখবেন।
তারপর নিচের দিকে দেখুন create now এই অপশন ক্লিক করবেন। create now সে ওখানে ক্লিক করার পর আপনার সাইটটি তৈরি হয়ে যাবে। এখন সাইড ডিজাইন করার জন্য ব্যাক করবেন।
৪) ব্যাক করলে উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। এখন আমাদের এই সাইটটি ডিজাইন করতে হবে। সাইট ডিজাইন করার জন্য panel mode এই অফ শান্তিতে ক্লিক করবেন
৫) তারপর বন্ধুরা এরকম আসবে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এলে theme backup restore এই অপশনে ক্লিক করবেন।
৬) তারপর বন্ধুরা এরকম আসবে। Choose file অপশনে ক্লিক করে একটি থিম সিলেক্ট করতে হবে। থিমটির লিংক আমি সবার শেষে দিয়ে দিব ওখান থেকে ডাউনলোড করে নেবেন।
থিম সিলেট করা হয়ে গেলে Submit অপশনে ক্লিক করবেন। Submit অপশনে ক্লিক করার পর থিমটি আপলোড হয়ে যাবে। এবং আপনার সাইট একটি সুন্দর ডিজাইন হয়ে যাবে।
দেখুন সাইটটি কেমন ডিজাইন হয়েছে। এই থিমটি আপনি নিতে চাইলে নিচের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
0 Comments