গুগলে ইনডেক্স হওয়া পোস্ট ডিলিট করার সঠিক নিয়ম ২০২২ । How to delete post from index air in google

গুগল থেকে ইনডেক্স হওয়া পোস্ট ডিলিট বা রিমুভ করার উপায় ২০২২।

হ্যালো বন্ধুরা কেমন আছোন আশা করি ভাল আছেন। আজকে আমি খুবই দরকারি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন। কিভাবে Google search console index URL/post Remove করবেন।

অনেকেই আছেন যারা গুগোল ইন্ডেক্স হওয়া পোস্ট রিমুভ করতে পারেন না। শুধু তাদের জন্য আজকের এই পোস্ট খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই তাড়াহুড়ো না করে মনোযোগ সহকারে এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভাল করে দেখে নেবেন।


বিশেষ করে আমরা যারা ব্লগিং করি। আমাদের বিভিন্ন ক্ষেত্রে , গুগলে ইনডেক্স হওয়া পোস্ট রিমুভ বা ডিলিট করতে হয়।


তাহলে চলুন বন্ধুরা জেনে নেই কি কি কারনে গুগল থেকে ইনডেক্স হওয়া পোস্ট ডিলিট করতে হয়।

১) Google AdSense Apply করার পর যদি আপনার content low value আসে সে ক্ষেত্রে আপনাকে ওই কনটেন্ট গুলো গুগোল থেকে রিমুভ করতে হবে। আপনি যদি রিমুভ না করেন তাহলে মনে হয় গুগল এডসেন্স পাবেন না। 


২) আপনার কনটেন্ট যদি গুগল থেকে ভিউ করে যদি 404 error আসে সে ক্ষেত্রে ওই কনটেন্ট গুগল থেকে রিমুভ করে দিতে হবে।



তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নেই। গুগল থেকে যেকোন পোস্ট রিমুভ করার নিয়ম সম্পর্কে। গুগোল থেকে যেকোনো পোস্ট ডিলিট করার উপায় জানতে নিচে দেখানো নিয়ম গুলো ফলো করবেন ফলো করবে।


গুগল থেকে ইনডেক্স হওয়া পোস্ট ডিলিট বা রিমুভ করার নিয়ম ২০২২।

1.

প্রথমে আপনি যা করবেন তা হলো। আপনি যে পোস্ট গুগল থেকে রিমুভ করতে চান। সেই পোষ্টের ইউআরএল URL কপি করে নিবেন। URL কিভাবে কপি করবেন সেটা অবশ্যই আপনি জানেন। না জানলে নিচে কমেন্ট করবেন। URL কপি করার পর Google search console এ প্রবেশ করবেন।

গুগল থেকে পোস্ট ডিলিট করার উপায়।


Google search console এ প্রবেশ করার পর, উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে আসবে, আপনি উপরের দিকে দেখুন একটি মেনু আইকন রয়েছে আপনি ওই আইকনে ক্লিক করবেন।


2.

গুগোল থেকে পোস্ট ডিলিট করার নিয়ম


মেনু আইকন এ ক্লিক করার পর, আপনার মোবাইলের স্ক্রিনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এবং একটু নিচের দিকে দেখুন removals নামে একটি অপশন রয়েছে।  আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


3.

কিভাবে গুগল থেকে ব্লগ পোস্ট ডিলিট করব


Removals অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলের স্ক্রিনে উপরের স্ক্রীনশটএর মত আসবে। 

এখন আপনি দেখুন  New Request নামে একটি অপশন রয়েছে, আপনি ওই অপশনে ক্লিক করবেন।


4.

গুগলে ইনডেক্স হওয়া URL ডিলিট করার উপায়


New Request এ ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আসবে, গুগল থেকে ফটো ডিলিট করার জন্য যে URL টি কপি করেছিলেন। সেই URL উপরের ফাঁকা ঘরে পাস্ট করে দিবেন। এখন আমি আমার সাইটে একটা পোস্ট গুগল থেকে ডিলিট করতে চাই। দেখুন সেই পোষ্টের URL উপরের ফাঁকা করে দিয়়ে দিয়েছি। ঠিক একই নিয়মেেে আপনিও দিয়ে দিবেনন। 

তারপর নিচের দিকে দেখুন , Next নামে একটি অপশন রয়েছে, আপনি এই নেক্সট অপসন এ ক্লিক করবেন।



6.
Next অপশনে ক্লিক করার পর উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে আসবে। 

এবং দেখুন submit request নামে একটি অপশন রয়েছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এখন আপনার কাজ শেষ, আপনার ওই পোস্ট গুগল থেকে ডিলিট হওয়ার জন্য এক থেকে দুই দিন সময় নিতে পারে, 

তো বন্ধুরা এই নিয়মে আপনি যত খুশি তত পোস্ট গুগল থেকে রিমুভ করতে পারবেন।


শেষ কথা।

আশা করি আজকের এই টিউটোরিয়াল দেখে, গুগলে ইনডেক্স হওয়া পোস্ট ডিলিট করার সঠিক নিয়ম, সম্পর্কে জানতে পেরেছেন।


যদি আপনার এই পোষ্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও, গুগলে ইনডেক্স হওয়া পোস্ট ডিলিট করার সঠিক নিয়ম, সম্পর্কে জানতে পারে।


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেয়ার চেষ্টা করব।


তো বন্ধুরা আজকের এই পোস্ট এখানে শেষ করছি, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আরো এরকম পোস্ট পেতে এই সাইটে নিয়মিত ভিজিট করুন, ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments