ব্লগারে খুব সহজে কীভাবে ফেভিকন পরিবর্তন করবেন । How to change favicon in Blogger 2022

ব্লগারে খুব সহজে ফেভিকন পরিবর্তন করার উপায় ২০২২.

হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ব্লগ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।

আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ব্লগ সাইটের ফেভিকন চেঞ্জ করতে হয় সে নিয়ম সম্পর্কে। আমরা যারা নতুন ব্লগার। বা নতুন করে ব্লগিং শুরু করেছি। আমরা অনেকেই জানিনা কিভাবে ব্লগ সাইটের ফেভিকন পরিবর্তন বা চেঞ্জ করতে হয়‌। 


আপনি যদি জানতে চান কিভাবে ব্লগ সাইটের ফেভিকন পরিবর্তন করতে হয়, তাহলে আজকের এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখে নিবেন, কারণ আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনি জানতে পারবেন ব্লগ সাইটে ফেভিকন পরিবর্তন বা যুক্ত করার পদ্ধতি সম্পর্ক।


প্রথমে আপনাদের জানতে হবে ফেভিকন টা আসলে কি?

অনেকেই জানেন না যে ফেভিকন এটা আসলে কি। যারা জানেন না তারা নিচের স্ক্রিনশটটি দেখুন।


উপরের স্ক্রিনশটে চিহ্নিত স্থানে যে আইকন গুলো দেখতে পাচ্ছেন। মূলত এইগলি হচ্ছে ফেভিকন তাহলে বুঝতে পারলেন ফেভিকন আসলে কি।


তাহলে চলুন বন্ধুরা, blogger favicon change করার নিয়ম জেনে নেই।


ব্লগার ফেভিকন চেঞ্জ করার নিয়ম 2022

ব্লগার ফেমিকন চেঞ্জ করার পদ্ধতি জানতে। নিচে দেখানো নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।

1.


প্রথমে আপনি ব্লগার সেটিং অপশনে প্রবেশ করবেন। তারপর নিচের স্ক্রিনশটটি দেখুন।


2.


সেটিং অপশনে প্রবেশ করার পর, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে ফেভিকন নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


3.


ফেভিকন অপশনে ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্কিনে আসবে, এবং choose file নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে একটি ফেভিকন আপলোড দিতে হবে, এখন কথা হল এই ফেভিকন কোথায় পাবেন। ফেভিকন অনলাইন থেকে তৈরি করে নিতে পারবেন, 

ফেভিকন তৈরি করার জন্য এই লিংকে ক্লিক করুন। Link:- https://www.favicon-generator.org

আমি আগে থেকে একটি ফেভিকন তৈরি করে নিয়েছি সেটা এখন আপনাদের সেটআপ করে দেখাবো। ফেভিকন আপলোড করার জন্য উপরে দেখুন Choose file নামে যে অপশন টি দেখতে পাচ্ছেন ওই অপশন এ ক্লিক করবেন।



4.


Choose file অপশনে ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আসবেে। এখান থেকে আপনি অনলাইন থেকে যে ফেভিকন তৈরি করেছিলেন সেটি খুঁজে বের করুন। এবং ফেভিকন টির উপর ক্লিক করবেন। 

5.
 
ফেভিকন আইকনের উপর ক্লিক করার পর, দেখবেন আপনার ওই ফেভিকন টি উপরের স্ক্রীনশটএর মত আপলোড হয়ে যাবে । এখন আপনি 
নিচে দেখুন সংরক্ষন নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ফেভিকন টি সেভ হয়ে যাবে। ফেভিকোন টি সেভ হয়ে গেলে আপনার কাজ শেষ।  এই ফেভিকন টি আপনার ব্লগের সেট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে। 


শেষ কথা।

আশা করি আজকের এই টিউটোরিয়াল দেখে আপনি ব্লগারে খুব সহজে কীভাবে ফেভিকন পরিবর্তন করবেন সে বিষয়ে জানতে পেরেছেন ‌‌।


আপনার যদি এই পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই পোস্টটি শেয়ার করে দিবেন। যাতে আপনার বন্ধুরাও এই পোস্ট দেখে ব্লগারে খুব সহজে কীভাবে ফেভিকন পরিবর্তন করবেন সে বিষয়ে জানতে পারে ‌‌।


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।


ত বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, আরো এরকম পোস্ট পেতে আমার এই ওয়েব সাইটটি ভিজিট করবেন। আজকের এই পোস্ট এখানেই শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments