রবি সিমের এমবি দেখার উপায়।
হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের জানিয়ে দিব। কিভাবে রবি সিমে এমবি দেখে। বা রবি সিমের এমবি দেখে কিভাবে,
![]() |
রবি সিমের এমবি দেখে কিভাবে | রবি সিমে এমবি চেক করার কোড ২০২২, |
আপনি যদি জানতে চান রবি সিমের এমবি দেখে কিভাবে, তাহলে আজকের এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আজকের এই পোষ্টৈ দেখানো হবে কিভাবে রবি সিমের এমবি দেখে,
রবি সিমের এমবি দেখার ২টি উপায় রয়েছে।
(১) কোড ডায়াল করার মাধ্যমে।
(২) রবি অ্যাপস এর মাধ্যমে।
তো বন্ধুরা আজকে আমি, এই দুইটি নিয়মে আমি আপনাদের রবি সিমে এমবি চেক করার উপায় জানিয়ে দিব
সাধারণত আমরা যখন নতুন রবি সিম কিনি বা নতুন ব্যবহার করতেছি, এবং রবি সিমের এমবি কেনার পর, আমাদের ওই সিমে কত এমবি আছে তা আমরা জানতে চাই বা এমবি চেক করতে চাই। কিন্তু রবি সিমে এমবি দেখে কিভাবে এই নিয়ম আমাদের না জানার কারণে। আমরা রবি সিমে এমবি দেখতে পারি নি।
তো বন্ধুরা চিন্তার কোন কারণ নেই। রবি সিমের এমবি দেখে কিভাবে, এই সমাধান এখানেই পাবেন, বিস্তারিত জানতে নিচের নিয়ম গুলো ফলো করবেন, এবং সাথেই থাকবেন।
তাহলে চলেন বন্ধুরা জেনে নেওয়া যাক রবি সিমে এমবি দেখার নিয়ম সম্পর্কে।
রবি সিমে কোড দিয়ে এমবি দেখার নিয়ম ২০২২/
1.
তো প্রথম আপনি আপনার ফোনের ডায়াল পেডে যাবেন। তারপর ওপরের এই স্ক্রিনশটে দেখানো কোডটি লিখবেন। এবং রবি সিমে এই এই কোড টি ডায়েল করবেন। বা কল দিবেন।
2.
রবি সিমে ঐ কোডটি ডায়াল করার পর, উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে আসবে। আপনি যে ইন্টারনেট অফার কিনবেন।
উপরের স্ক্রীনশটএর মত 1 নাম্বার অপশনে থাকবে। এখন আপনি এমবি দেখার জন্য একটু নিচে দেখবেন একটি ফাকা অপশন থাকবে সেখানে 👉1👈 লিখবেন।
তারপর নিচে দেখুন 👉 send নামে একটি অপশন রয়েছে। আপনি ওই অপশনে ক্লিক করবেন
3.
Send অপশনে ক্লিক করার পর, আপনি সাথে সাথে দেখতে পারবেন, আপনার সিমে বর্তমান কত এমবি আছে বা কত এমবি কেটেছে তার সবই দেখতে পারবেন।
উপরের স্ক্রিনশট দেখুন, আমি 1200 এমবি কিনে ছিলাম। বর্তমান আমার এমবি রয়েছে 800, তো বন্ধুরা এই ভাবেই আপনি আপনার রবি সিমের এমবি চেক করতে পারবে।
তাহলে চলে বন্ধুরা আমরা জেনে নেই রবি অ্যাপস দিয়ে কিভাবে এমবি দেখে।
রবি অ্যাপস দিয়ে রবি সিমে এমবি দেখার নিয়ম
রবি এপস দিয়ে এমবি দেখার জন্য। আপনার ফোনের প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর My Robi Apps লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার মোবাইলের স্ক্রিনে মাই রবি অ্যাপস টি চলে আসবে। এখন আপনি অ্যাপসটি ইন্সটল করে নিবেন।
তারপর এপসটি ওপেন করবেন। প্রথমবারের মতো মাই রবি অ্যাপস ওপেন করলে। Login নামে একটি অপশন দেখতে পারবে এই লগিং অপশনে ক্লিক করবেন।
তারপর আপনার নাম্বাবার চাইলে আপনার রবি নাম্বারটা দিবেন। অবশ্যই ডাটা কানেকশন চালু রাখবেন। নাম্বার দেওয়ার পর ওই নাম্বারে একটা কোড আসবে । কোড আসার পর অটোমেটিক আপনি মাই রবি অ্যাপসে লগইন হয়ে যাবেন। লগইন করার পর প্রথমেই দেখতে পারবেন আপনার কত এমবি রয়েছে।
শেষ কথা।
আশা করি এই ২ নিয়মে আপনি, রবি সিমের এমবি দেখে কিভাবে তা জানতে পেরেছেন,
আজকের এই পোষ্ট যদি আপনার ভাল লাগে। তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।
আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন। তাহলে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।
তো বন্ধুরা এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ , আরো এরকম পোস্ট পেতে এই ওয়েব সাইটটি ভিজিট করবেন।
আপনার যদি আরো কোন বিষয়ে পোস্ট লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের পোস্ট এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।
1 Comments
ধন্যবাদ
ReplyDelete