ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়?
আলাইকুম প্রিয় ভিজিটর বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের যে বিষয়ে জানাবো তাহলে ব্লগ বিষয়ে। আমরা অনেকেই ব্লগিং করি। এবং আমরা অনেকেই আছে যারা ব্লগ নিয়ে নতুন। আবার এমনও আছেন যারা ব্লগিং সম্বন্ধে কিছু জানেন না। কিন্তু ব্লগিং করার ইচ্ছা আছে। আপনার হয়তো জানতে চাচ্ছেন। কিভাবে ব্লগ থেকে আয় করা যায়। এবং ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? এ বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চান। তাই আজকের এই পোস্ট দেখুন একটু হলেও বুঝতে পারবেন।
ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? |
ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয় এই বিষয়টি আমি একটু পরে বলতেছি । তার আগে আমারা জেনে নেই , ব্লগে টাকা আয় করার জন্য কি করতে হবে।
ব্লগে টাকা আয় করার জন্য কি কি করতে হবে নিচে কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হলোঃ-
- ব্লগে টাকা আয় করার জন্য আপনাকে Blogger.com এ একটি সাইট তৈরি করে নিতে হবে।
- নিয়মিত পোস্ট করতে হবে।
- একটি ডোমেইন কিনতে হবে।
এখন জেনে নেই blogger.com এ কিভাবে সাইট তৈরি করবেন।
ব্লগ তৈরির টিউটোরিয়াল।
ব্লগ তৈরির টিউটোরিয়াল:- ব্লগে সাইট তৈরি করার জন্য blogger.com এ ডুকবেন তারপর sign in অপশনে ক্লিক করবেন। তারপর আপনি কি এখন একটি জিমেইল সিলেক্ট করবেন। তারপর আপনার সাইট টাইটেল দিবেন দেওয়া হয়ে গেলে Next অপশনে ক্লিক করে আপনার সাইট ইউআরএল দিবেন, মানে যে নামে সাইট খুলতে চান সেই নামটি দিবেন দেওয়ার পর create অপশনে ক্লিক করলেই আপনার সাইট তৈরি হয়ে যাবে।
এখন আপনাকে ব্লগ সাইট ডিজাইন করতে হবে।
ব্লক সাইট ডিজাইন কিভাবে করতে হয়।
ব্লগ সাইট ডিজাইন করার জন্য গুগলে অনেক রকমের থিম পাবেন শুধু গুগলের সার্চ করবেন blogger Theme download এটা লিখে তাহলে আপনি ব্লগারের থিম পেয়ে যাবেন। ত আপনি যে থিম ব্যবহার করতে চান সেই থিমটি ডাউনলোড করে নেবেন। থিমটি ডাউনলোড করার পর Zip file আকারে থাকবে আপনি Unzip করে নিবেন. এবং দেখবেন .XML আমি একটি ফাইল। এই ফাইলটি আপনার ব্লগে গিয়ে থিম অপশনে আপলোড করে দিতে হবে।
আপনি এ বিষয়ে ইউটিউবে ফুল টিউটোরিয়াল পাবেন। ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন ব্লগ তৈরির টিউটোরিয়াল তাহলে আপনি A to Z জানতে পারবেন।
এরপর ব্লগে একটি ডোমেইন এড করতে হবে,,
কিভাবে ব্লগে ডোমেন এড করতে হয়
কিভাবে ব্লগে ডোমেইন এড করতে হয় এটা জানার আগে আমাদের জানতে হবে ডোমেইন কি
আমি আমার মতে যেটুকু বুঝি , .com .net .xyz ইত্যাদি এগুলোকে ডোমেইন বলে। একেক ডোমেনের এক এক দাম হয়।
.com পাবেন ৭০০-৮০০ টাকা
.net || ১০০০- ১২০০ ||
.xyz || 75- 99 ||
ডোমেইন কোথা থেকে কিনবেন
ডোমেইন কেনার জন্য বাংলাদেশে অনেক hosting কোম্পানি রয়েছে.. putulhost.com , Amarhotstar.com আরো অনেক রয়েছে আপনি। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনতে পারবেন।
কিভাবে ডোমেইন কিনবেন। ডোমে কিভাবে ব্লগে যুক্ত করবেন।
আপনি যদি নতুন হন। তাহলে কিভাবে ডোমেন কিনবেন এ বিষয়ে জানতে youtube-এ সার্চ করবেন , এ বিষয়ে বিস্তারিত ইউটিউবে দেওয়ার রয়েছে। আপনি সার্চ করলেই পেয়ে যাবেন।
ব্লগের সর্বোচ্চ কয়টি পোস্ট করার পর গুগল এডসেন্স এপ্রুভ পাবেন।
আপনি যদি ব্লগে নিয়মিত পোস্ট করেন। এবং সঠিক নিয়মে পোস্ট লিখেন তাহলে ২০-২৫ টি পোস্ট করার পর মনিটাইজ পেয়ে যাবে।
ব্লগে সর্বোচ্চ কত ওয়ার্ডের পোস্ট লিখতে হবে।
ব্লগে মনিটাইজ পাওয়ার জন্য অবশ্যই পোস্টগুলো অনেক বড় আকারে লিখতে হবে। সর্বনিম্ন ৪০০ ওয়ার্ড থেকে ১০০০ - ২০০০ ওয়ার্ড পর্যন্ত লিখলে ভাল হবে।
ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়?
ব্লগ থেকে আয় করার জন্য গুগল এডসেন্স এপ্রুভাল প্রয়োজন হয়।
যা উপরে নিয়মগুলো অনুযায়ী কাজ করলে খুব সহজেই পেয়ে যাবেন।
পরিশেষে বলতে চাই..
আশা করছি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি খুব সহজেই ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? সম্পর্কে জানতে পেরেছেন। যদি আপনার এই পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।
আর এরকম পোস্ট নিয়মিত পেতে চাইলে জানতে পারবে এই ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবেন।
জানতে পারবে কিভাবে ভিজিট করবেন।
জানতে পারবে - ভিজিট করার জন্য আপনি আপনার ফোনের google ব্রাউজার থেকে জানতে পারবে লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
0 Comments