মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায় | messenger delete message recovery

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়


আসসালামু আলাইকুম, কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভাল আছেন। 


তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়া যায়। আমরা অনেকে মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করে থাকি।


এবং আমরা অনেকেই মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজ গুলো দেখতে চাই। কিন্তু মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়ার মেসেজ কিভাবে দেখব এ বিষয়ে আমরা না জানার কারনে তা দেখতে পারিনা।


তো বন্ধুরা আজকের এই পোস্টে আমি আপনাদের এমন একটি পদ্ধতি জানিয়ে দিব। যে পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই শিখতে পারবেন, মেসেঞ্জারে ডিলিট করা মেসেজগুলো পুনরায় দেখার নিয়ম সম্বন্ধে।


তো বন্ধুরা শুধু মেসেঞ্জারই নয় আজকের এই পোস্টে আমি মেসেঞ্জার ,whatsapp ,ইমো এরকম আরো ইত্যাদি এপ্স গুলো ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনতে হয় তা আপনাদের জানিয়ে দেবো। 


আশা রাখছি বিস্তারিত জানতে আজকের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিবেন।

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়

ধাপ-1

তো বন্ধুরা messenger এ ডিলিট হয়ে যাওয়া মেসেজ গুলো ফিরিয়ে আনার জন্য, আপনি গুগল প্লে স্টোরে যাবেন, এবং সার্চ বারে লিখবেন unseen no last seen এটা লিখে সার্চ করবেন সার্চ করলে একটি অ্যাপস আসবে, এপ্সটি আপনি ডাউনলোড করে নিবেন।

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়

ধাপ-2

তারপরে অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর আপনার সামনে এপ্স এর একটি ইন্টারফেস শো করবে, আপনি নিচের দিকে দেখুন Next অপশন রয়েছে আপনি এই অপশন এর উপর ক্লিক করবেন।


ধাপ-3

নেক্সট এ ক্লিক করার পর আবারও next অপশন আসবে আপনি আবার ক্লিক করে দিবেন।


ধাপ-4

আবারও Next অপশনে ক্লিক করবেন।


ধাপ-5

তারপর আপনার সামনে অ্যাপসগুলো চলে আসবে, আপনি যে যে এপস এর মেসেজ ফিরিয়ে আনতে চান সেসব এপস গুলো সিলেক্ট করে নিবেন, messenger, WhatsApp, Imo এইসব এপ্স গুলো আপনি সিলেক্ট করে নিবেন, সিলেক্ট করার পর আবারও Next বাটনে ক্লিক করবেন। 


ধাপ-6

Next বাটনে ক্লিক করার পর give authorizaton এই অপশন এ ক্লিক করে দিবেন।


ধাপ-7

আপনি আপনার ফোনের সকল অ্যাপস গুলো দেখতে পারবেন, আপনি এখান থেকে Unseen অ্যাপসটি খুঁজে বের করে এপপ্সটির উপর ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর allow notification access এই অপশনটির পাশে Allow বাটনটি চালু করে দিবেন। তো এখন এই এপ্স এর কাজ শেষ। এখন যদি কেউ আপনাকে মেসেজ করে, এবং সাথে সাথে যদি সেই মেসেজটি ডিলিট করে দেই, তাহলে আপনি সেই মেসেজটি দেখতে পারবেন।

 ধরুন আপনাকে কেউ একটি মেসেজ করেছে, এবং সে সাথে সাথে মেসেজটি ডিলিট করে দিয়েছে, তখন কিন্তু আপনি এই মেসেজটি দেখতে পারবেন না আপনার মেসেঞ্জারে। সেই মেসেজটি দেখার জন্য সেই unseen অ্যাপসটির ভিতর প্রবেশ করবেন, এবং সে কি লিখেছিল তা unseen apps এ দেখতে পারবেন।


আপনি চাইলে whatsapp, imo, এই সকল অ্যাপসে এই একই নিয়মে ডিলিট হয়ে যাওয়া মেসেজ গুলো দেখতে পারবেন।


আপনারা হয়তো ভাবছেন পূর্বে যে সকল মেসেজগুলো ডিলিট হয়ে গিয়েছে সেই সকল মেসেজগুলো দেখব কিভাবে।

তো বন্ধুরা এরকম কোন নিয়ম বা সিস্টেম নেই, যদি আপনাকে মেসেঞ্জারে কেউ মেসেজ দেওয়ার পর সেটা ডিলিট করে দেই, তা আপনি উপরের নিয়ম অনুযায়ী সেটা দেখতে পারবেন, কিন্তু আগে যে সকল মেসেজ ডিলিট হয়ে গেছে সে সকল মেসেজ দেখতে পারবেন না।

শেষ কথা....

আজকে আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে মেসেঞ্জারে বা অন্যান্য অ্যাপসে ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখতে হয়।


আপনারা অনেকেই এ বিষয়টি জানতেন না, কিন্তু আজকে এই পোস্টের মাধ্যমে অবশ্যই কিছু না কিছু জানতে পেরেছেন,


এছাড়াও যদি আপনি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

0 Comments