তো বন্ধুরা আমরা যারা ব্লগিং করি বা নতুন ব্লগে কাজ করতেছি। প্রথমত আমরা একটি সমস্যায় বেশি পড়ে যাই,
সেটি হচ্ছে আমাদের পোস্টগুলো গুগলে ইনডেক্স হয় না। তো বন্ধুরা গুগলে যদি পোস্ট না ইনডেক্স হয় তাহলে কিন্তু আমরা গুগল থেকে কোন প্রকার ভিজিটর পারবো না।
তাই গুগল থেকে যদি ভিজিটর পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ব্লগে পোস্ট গুগলে ইনডেক্স থাকতে হবে।
আমরা অনেকেই , এই সমস্যায় পরি , এখন কিভাবে গুগল এ পোস্ট ইনডেক্স খুব তাড়াতাড়ি করবেন বা দ্রুত ইনডেক্স করবেন, তা আজকের এই পোস্টে দেখানো হবে।
আপনি যদি জানতে চান, ব্লগ পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার উপায় সম্বন্ধে, তাহলে অবশ্যই আজকের এই পোস্ট মনোযোগ সহকারে দেখে নিতে হবে।
এবং আজকের এই দেখানো নিয়ম অনুযায়ী, আপনি কাজ করবেন, ইনশাআল্লাহ সফলতা পেয়ে যাবেন।
তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা জেনে নেই ব্লগের পোস্ট গুগলে ইনডেক্স করার পদ্ধতি সম্পর্কে,
ব্লগের পোস্ট গুগলে ইনডেক্স করার সহজ নিয়ম ।
তো তারপর চলে আসবেন, Google search console এ , উপরের দিকে দেখুন একটি সার্চ আইকন রয়েছে, আপনি ওই আইকনে ক্লিক করুন,
তারপর আপনি যে লিংকে কপি করেছিলেন সেই লিংকটি, এখানে পাস্ট করে দিবেন, পাস্ট করে দেওয়ার পর, সার্চ করবেন।
তারপর বন্ধুরা এরকম আসবে, আপনি Request Indexing এই অপশনে ক্লিক করবেন, তারপর বন্ধুরা কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার, পোস্টে ইনটেক্স এর জন্য রিকোয়েস্ট সাক্সেসফুল হবে,
তারপর বন্ধুরা ১২-২৪ ঘন্টা মধ্যে আপনার পোস্ট, গুগলে ইনডেক্স হয়ে যাবে,
ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার নিয়ম, নিয়ে শেষ কথা।
তো বন্ধুরা এই পোস্ট দেখে, যদি আপনার পোস্ট গুগলে ইনডেক্স করতে কোন প্রকার সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন,
আর এই পোষ্টের কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হলে, কমেন্ট করে জানিয়ে দিন সমাধান দেওয়ার চেষ্টা করব।
তো বন্ধুরা এরকম পোস্ট নিয়ে আমি তো পেতে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন, এখানে আপনি সকল প্রকার টিপস এবং ট্রিকস পাবেন, যা আপনার দরকার হতে পারে।
তো বন্ধুরা আজকের এই পোস্ট এখানেই শেষ করতেছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
0 Comments