ব্লগার সাইটে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করার সঠিক নিয়ম ২০২২

ব্লগার সাইটে Custom Robot.txt ফাইল যুক্ত করার উপায় ২০২২।

আসসালামু আলাইকুম।


বন্ধুরা কেমন আছেন, আশা করি ভাল আছেন, আজকে আমি ব্লগ সাইট নিয়ে একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। 



আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন। কিভাবে ব্লগ সাইটে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করতে হয় সেই নিয়ম সম্পর্কে।  আপনি যদি আপনার ব্লগ সাইটে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভাল করে দেখে নিবেন। 


কারণে আজকের এই পোস্টে blogger ওয়েবসাইটে custom robot txt file Add করার সকল গাইডলাইন a to z দেখানো হবে।



বিশেষ করে আমরা যারা নতুন ব্লগে যোগ দিয়েছে । বা ব্লগার সম্বন্ধে কিছুই জানিনা। কিভাবে কাস্টম রোবট টেক্স ফাইল ব্লগে যুক্ত করবেন সেটাও জানেন না। শুধু তাদের জন্যই আজকের এই পোস্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 



তাহলে চলুন জেনে নেই কাস্টম রোবট টেক্স ফাইল ব্লগে যুক্ত করলে কি কি সুবিধা পাবেন।



(১) আপনার ব্লগের পোস্ট গুগলে দ্রুত ইন্ডেক্স হতে সহায়তা করে


(২) আপনার ব্লগ গুগোল দ্রুত rànk করতে সহায়তা করে।


তাহলে চলেন বন্ধুরা এখন আমরা জেনে নেই, ব্লগে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করার নিয়ম সম্পর্কে।


ব্লগ এ কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করার নিয়ম ২০২২


ব্লগে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করা শিখতে চাইলে নিচে দেখানো নিয়মগুলো ভালো করে অনুসরণ করবেন।

1.


প্রথমে আপনি আপনার ব্লগ সাইটে লগইন করবেন। তারপর উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। বা দিকে উপরের দেখুন একটি মেনু আইকন রয়েছে। আপনি ওই মেনু আইকন এ ক্লিক করবেন।


2.


মেনু আইকন এ ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে আসবে এবং একটু নিচে দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনি ওই অপশনে ক্লিক করবেন।



3.


সেটিংস এ ক্লিক করার পর, আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে। আপনার মোবাইলের স্ক্রিনে উপরের স্ক্রীনশটএর মত আসবে। এবং আপনি স্ক্রীনশটে দেখুন কাস্টম Robots.Txt‌ ক্রলার চালু করোন। এইরকম একটা অপশন আছে, আপনি ওই অপশনে ক্লিক করে অপশন টি চালু করে দিবেন। যেমনটি দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনশটে । অপশন টি চালু হয়ে গেল। একটু নিচে দেখুন।

কাস্টম Robot.txt নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি ওই অপশনে ক্লিক করবেন।



4.


কাস্টম রোবট টেক্স এ ক্লিক করার পর।‌‌ উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে একটি বাক্স ওপেন হবে। এই বাক্সে উপরের স্ক্রীনশটএর মত একটি কোড বসাতে হবে। কোড টি ডাউনলোড করুন Click Here.. কোড টি ডাউনলোড করার পর , কোড টি ওপেন করবেন তারপর উপরের স্ক্রীনশট এর মত একটি কোড দেখতে পারবেন। আপনি ওই কোড টি   copy করে নেবেন। তারপর উপরের স্ক্রীনশটে দেখানো  জায়গায়়় এসে cod past করে দিবেন। 

কোডটি তে একটু খেয়াল করে দেখুন,  ওখানে আমার সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি আমার সাইট লিঙ্ক টি কেটে দিয়ে। শুধুমাত্র আপনার সাইট লিংকটি দিয়ে দিবেন। তারপর ওপরের স্ক্রীনশট এর মত আপনার সাইট লিঙ্ক থেকে শুরু করে নিচে 500 পর্যন্ত কপি করে নিবেন। কপি করা হয়ে গেলে। নিচে দেখুন সেভ করুন নামে অপশন রয়েছে আপনি ওই অপশনে ক্লিক করবেন



5.



ঠিকঠাক মতো কপি করা হয়ে গেলে। একটু নিচে দেখবেন Google search console নামে একটি অপশন দেখতে পারবেন, আপনি ওই অপশনে ক্লিক করবেন।


6.


গুগল সার্চ কনসোলে ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে আসবে। এবং আপনি বাঁদিকে উপরে দেখুন একটি মেনু আইকন রয়েছে, ওই মেনু আইকনে ক্লিক করবেন ‌‌।


7.


মেনু আইকন এ ক্লিক করার পর, একটু নিচে sitemaps নামে একটি অপশন দেখতে পারবেন। ‌ আপনি ওই অপশনে ক্লিক করবেন।


8.


সাইট ম্যাপ,, অপশনে ক্লিক করার পর। আপনার মোবাইলের স্ক্রিনে উপরের স্ক্রীনশটএর মত একটি অপশন দেখতে পারবেন। এখানে ওই যে আপনার সাইট লিংক থেকে শুরু করে 500 পর্যন্ত কপি করেছিলেন।
সেটা এখন আপনার সাইট ইউআরএল এর নিচে একটি ফাকা ঘর দেখতে পারবেন ঐ ফাঁকা ঘরে যেটা কপি করেছিলেন সেটা এখানে পোস্ট করে দিবেন।  তারপর নিচে দেখুন Submit নামে একটি অপশন রয়েছে, আপনি ওই অপশন এ ক্লিক করবেন। তাহলে আপনার কাজ শেষ। এবং ব্লগে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করা সম্পূর্ণ হয়েছে।

তো বন্ধুরা এই নিয়মে আপনি আপনার ব্লগে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করে নিতে পারেন 100%

শেষ কথা।

আশা করি আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনি ব্লগার সাইটে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।


আপনার যদি এই পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই পোস্টটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এই পোস্ট দেখে ব্লগার সাইটে কাস্টম রোবট টেক্স ফাইল যুক্ত করার সঠিক নিয়ম  সম্পর্কে জানতে পারে।


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করর।



ত বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আরো এরকম পোস্ট পেতে আমার এই ওয়েব সাইটটি ভিজিট করবেন। আজকের পোস্ট এখানেই শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments