Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার উপায়

Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার উপায়
Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার উপায়

আসসালামু আলাইকুম, কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা যারা Wapkiz সাইট তৈরি করেছি। কিন্তু Wapkiz সাইটে রোবট-টেক্স কোড এড করিনি। 


বা Wapkiz সাইটে রোবট-টেক্স কোড কিভাবে যুক্ত করতে হয় তা জানিনা। তাহলে আজকের এই টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখে দিতে পারেন। কারণ আজকের এই টিউটোরিয়ালে আমি Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার নিয়ম সম্বন্ধে আলোচনা করব।

Robot.Txt এর প্রয়োজনীয়তা।

(১) Wapkiz সাইট গুগলে দ্রুত রেঙ্ক করতে সহায়তা করে।

(২) Wapkiz সাইটের পোস্ট বা ফাইল গুগোলে দ্রুত ইন্ডেক্স হতে সহায়তা করে।

(৩) Wapkiz সাইট Google এ দ্রুত SEO হতে সহায়তা করে।

(৪) এবং আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ URL গুগোলে ইন্ডেক্স হওয়া থেকে বিরত রাখে।


তাহলে চলুন বন্ধুরা জেনে নেই, Wapkiz সাইটে Robot.Txt কোড এড করার নিয়ম

Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার নিয়ম - ২০২২

Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার পদ্ধতি জানতে নিচে দেখানো নিয়ম গুলো ভালো করে দেখে নিবেন।

#ধাপ - ১

Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার উপায়

প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর Wapkiz সাইটে প্রবেশ করবেন এবং panel mode এ ক্লিক করবেন।


#ধাপ - ২

Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার উপায়

panel-mode এ ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আসবে এবং আপনি একটু নিচের দিকে আসবেন। এবং দেখতে পারবেন Robot.Txt নামে একটি অপশন। আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


#ধাপ - ৩

Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার উপায়

Robot-Txt এ ক্লিক করার পর উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। এবং একটি ফাঁকা ঘর দেখতে পারবেন। ওই ফাঁকা ঘরে নিচের কোডটি কপি করে পাস্ট করে দিবেন।
User-agent: *
         Disallow:/site--1.html
         Disallow:/site--2.html
         Disallow:/page-1.html
         Disallow:/site-3.html

#ধাপ - ৪

Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার উপায়

দেখুন বন্ধুরা আমি আমার সাইটে Robot.Txt কোডটি পাস্ট করে দিয়েছি। ঠিক এই একই নিয়মে আপনিও কোডটি পাস্ট করে দিবেন। তারপর নিচে দেখুন Seve নামে একটি অপশন রয়েছে ওই অপশন এ ক্লিক করবেন। তাহলে আপনার সাইটে Robot.Txt ফাইল টি যুক্ত হয়ে যাবে।

শেষ কথা...

আশা করি, Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করার উপায় এই টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে। এবং উক্ত নিয়ম মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার Wapkiz সাইটে Robot.Txt কোড যুক্ত করতে পারবেন।


আর আপনি যদি এই পোস্টে কোন কিছু না বুঝতে পারেন। তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments