বাংলালিংক মিনিট কেনার নিয়ম । How to buy Banglalink SIM minutes

বাংলালিংক মিনিট কেনার নিয়ম
বাংলালিংক মিনিট কেনার নিয়ম

কেমন আছেন বন্ধুরা আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি।


বন্ধুরা আজকের যে টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তাহলো কিভাবে বাংলালিংক সিমে মিনিট প্যাকেজ কিনব এ বিষয় নিয়ে ‌‌‌।


বন্ধুরা আমরা অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি বাংলালিংক সিমে অল্প টাকায় ভাল ভাল অফার দিয়ে থাকে। 



যাইহোক বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনতে হয় এ ব্যাপারে জানিনা। বা বাংলালিংক সিমের মিনিট কেনার উপায় সমন্ধে জানা নেই। 


তারা আজকের এই পোষ্ট মনোযোগ সহকারে দেখে নিবেন কেন না আজকের এই পোস্টের মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনতে হয়। বাংলালিংক সিমে অল্প টাকায় কিভাবে মিনিট কিনতে হয়। 


এসব বিষয়ে বিস্তারিত জানতে। অবশ্যই এই পোস্ট ধৈর্য সহকারে দেখে নিয়েন। 


বন্ধুরা তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা বাংলালিংক সিমের মিনিট কেনার উপায় এবং নিয়ম সম্বন্ধে জেনে নেই।


বাংলালিংক মিনিট কেনার নিয়ম ।

বাংলালিংক মিনিট কেনার নিয়ম জানতে নিচের দেখানো স্ক্রিনশটসহ ভালো করে নিয়ম গুলি দেখে নেবেন। এবং সে নিয়ম অনুযায়ী আপনি ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনি বাংলালিংক সিমে অল্প টাকায় মিনিট কিনতে পারবেন।


1.

বাংলালিংক মিনিট কেনার সহজ নিয়ম

বাংলালিংক মিনিট কেনার জন্য চলে যাবেন আপনার ফোনে ডায়াল প্যাড অপশনে। তারপর টাইপ করবেন *1100# তারপর আপনার বাংলালিংক সিমে কল দিবেন।


2.

বাংলালিংক মিনিট কেনার সহজ নিয়ম

তারপর এইরকম কিছু অপশন আসবে। এবং এখানে আপনি বিভিন্ন দামের মিনিট প্যাকেজ দেখতে পারবেন। আপনি যদি অল্প টাকায় মিনিট প্যাকেজ কিনতে চান তাহলে 6 নাম্বার অপশনে প্রবেশ করতে হবে। 6 নাম্বার অপশনে যাওয়ার জন্য নিচের 6 লিখবেন। তারপর Send অপশনে ক্লিক করবেন।


3.

বাংলালিংক মিনিট কেনার সহজ নিয়ম

তারপরেও করে স্ক্রীনশটএর মত কিছু কম দামের মিনিট প্যাকেজ দেখতে পারবেন। এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা কিনতে পারেন। দেখুন আমি নম্বর অপশনের মিনিট প্যাক টা কিনবো। মিনিট প্যাকেজ থেকে নিতে নিচে 1 লিখতে হবে। তারপর আবার Send অপশনে ক্লিক করবেন।



4.

বাংলালিংক মিনিট কেনার সহজ নিয়ম

তারপর এইরকম আসবে। আপনি আবার নিচে 1 লিখবেন। তারপর send অপশনে ক্লিক করবেন।



5.

বাংলালিংক মিনিট কেনার সহজ নিয়ম

তারপর নিচে দেখুন আপনার অফারটি কেন সাকসেসফুল হয়েছে। অর্থাৎ আপনি এই মিনিট প্যাক স্টিক কিনেছেন এরকম একটি মেসেজ করবেন।


বন্ধুরা এই নিয়মে আপনি বাংলালিংক সিমের মিনিট যত খুশি তত কিনতে পারবেন।


সর্বশেষ কথা।

আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি বাংলালিংক মিনিট কেনার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।


যদি আপনার এই পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।


যাতে আপনার বন্ধুরাও বাংলালিংক মিনিট কিভাবে কিনা সে বিষয়ে জানতে পারে।


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।


ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।



বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ । আজকের এই পোষ্ট এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে অন্য কোন পোস্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments