ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার উপায়

ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার উপায়
ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার উপায়


আমাদের ব্লগ ওয়েবসাইটে ভিজিট পাওয়ার জন্য, অবশ্যই আমাদের ব্লগের পোস্ট গুগলে ইনডেক্স থাকতে হবে। 



কেননা  আপনার ব্লগের পোস্ট যদি google এ ইনডেক্স না থাকে। তাহলে আপনি গুগল থেকে কোনদিনই ভিজিটর পাবেন না। 


আর গুগল থেকে যদি অর্গানিক ভিজিটর না আসে তাহলে আপনি, গুগল এডসেন্সের মাধ্যমে ভালো ইনকাম করতে পারবেন না। বা আপনার সাইটে যদি এডসেন্স না এপ্রুভ থাকে তাহলে আপনি কোনদিনও এডসেন্স পাবেন না।


তাই গুগল থেকে ভিজিটর আনা অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। 


আর গুগল থেকে আমাদের ব্লগে ভিজিটর আনতে হলে পোস্ট গুলো দ্রুত গুগল ইনডেক্স করতে হবে। 


অনেকে যারা নতুন ব্লগে কাজ করতেছেন তারা হয়তো জানেন না কিভাবে ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করতে হয়।


যারা জানেন না তারা আজকের এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখে নিবেন, তাহলে অবশ্যই আপনি আপনার ব্লগের পোস্টগুলো ইনডেক্স করতে পারবেন।  এবং গুগল থেকে অর্গানিক ভালো পরিমাণে ভিজিটর পাবেন।


তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখন দেখে নেই কিভাবে ব্লগের পোস্ট গুগলে ইনডেক্স করতে হয়।

ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার নিয়ম।

ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার উপায়

প্রথমে আপনি যে পোস্টটি google এ ইনডেক্স করাতে চাচ্ছেন। সেই পোষ্টের লিংক কপি করে নিন।


ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার নিয়ম

তারপর Google search console এ আসবেন। আসার পর উপরের দিকে দেখবেন একটি সার্চ আইকন রয়েছে। আপনি ওই  আইকনে ক্লিক করবেন।


ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার নিয়ম

তারপর বন্ধুরা ওই সার্চ অপশনে, কপি করা লিংকটি পাস্ট করে দিবেন। তারপর লিংকে দেখুন ?m=1 এরকম একটি লেখা রয়েছে, আপনি এই লেখাটি কেটে দিবেন।


আর লেখাটি যদি আপনি না কেটে দিন। তাহলে কিন্তু আপনার পোস্ট google index হবেনা। তাই অবশ্যই লেখাটি কেটে দিবেন।


ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার উপায়

দেখুন বন্ধুরা আমি উপরের লিংক থেকে লেখাটি কেটে দিয়েছি। এখন নিচের দিকে দেখুন, কিবোর্ডের নীল কালারের তীর আইকনে ক্লিক করবেন।


ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার উপায়

তারপর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। এখন আপনি request indexing এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার রিকুয়েস্ট সাকসেসফুল হবে। এবং ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে আপনার ওই পোস্ট গুগলে ইনডেক্স হয়ে যাবে।


তো বন্ধুরা এই নিয়মেই আপনি আপনার সকল ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করে নিবেন। এতে আপনার ওয়েবসাইটে ভিজিটর ভাল আসবে।


এরপরে যদি আপনি কোথাও কোন কিছু না বুঝতে পারেন বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। 


সমাধান দেওয়ার চেষ্টা করব।


আর যদি পোষ্টটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।


আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments