ফেসবুক আইডিতে রিপোর্ট মারার উপায়

ফেসবুক আইডি রিপোর্ট মারার নিয়ম
ফেসবুক আইডিতে রিপোর্ট মারার উপায়


আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর বন্ধুরা, কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন।


তো বন্ধুরা আজকে আমরা জানবো, কিভাবে অন্যের ফেসবুক আইডিতে রিপোর্ট মারা যায়। 


আমরা অনেকেই নানান করনে ফেসবুক আইডিতে রিপোর্ট মারার সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু আমরা ফেসবুক আইডিতে কিভাবে রিপোর্ট করতে হয় তা জানিনা।


এবং না জানার কারণে আমরা অন্য কারো ফেসবুক আইডিতে রিপোর্ট করতে পারি না।


আপনি যদি আজকের এই পোস্ট ভালো করে দেখেন। তাহলে অবশ্যই আপনি খুব সহজেই জানতে ও শিখতে পারবেন, ফেসবুক আইডিতে রিপোর্ট মারার নিয়ম সম্পর্কে।


ফেসবুক আইডিতে কি কি কারণে রিপোর্ট করতে হয়।

১) ধরুন আপনার নামে কেউ একটি ফেক আইডি খুলে আপনাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এরকম ফেসবুক ফেক আইডিতে আপনি রিপোর্ট মারতে পারেন।


২) ধরুন আপনাকে কেউ ফেসবুক আইডির মাধ্যমে আজেবাজে কথা বলতেছে, এরূপ আইডিতে আপনি রিপোর্ট করতে পারেন।


৩) এছাড়াও আরো অন্যান্য কারণে আপনি ফেসবুক আইডিতে রিপোর্ট মারতে পারেন। 


তাহলে চলুন বন্ধুরা আমরা এখন দেখে নেই কিভাবে ফেসবুক আইডিতে রিপোর্ট মারতে হয়।

ফেসবুক আইডি রিপোর্ট মারার নিয়ম । অন্যের ফেসবুক আইডিতে রিপোর্ট মারার উপায়

ফেসবুক আইডিতে রিপোর্ট মারার উপায়

ফেসবুক আইডিতে রিপোর্ট মারার জন্য। প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট অ্যাপস টি ডাউনলোড করে নিবেন। আর আগে থেকেই যদি ডাউনলোড করা থাকে তাহলে অ্যাপসটি ওপেন করুন।



তারপর , উপরে দেখুন মেসেঞ্জার এর মত একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন।


একটি রিপোর্টে ফেসবুক আইডি নষ্ট করার উপায়


মেসেঞ্জার এই অপশনে ক্লিক করার পর। আপনি যাদের সাথে চ্যাটিং করেন তাদের লিস্ট দেখতে পারবেন। আপনি যে আইডিতে রিপোর্ট করতে চান। সেই আইডির উপর ক্লিক করবেন।


অন্যের ফেসবুক আইডি নষ্ট করার উপায়


তারপর বন্ধুরা এরকম আসবে, উপরের দিকে দেখুন, ফেসবুক আইডি প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, আপনি এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন।


কিভাবে ফেসবুক আইডিতে রিপোর্ট মারতে হয়

তারপর বন্ধুরা এরকম অপশনে আসবে, আপনি প্রোফাইল অপশন এ ক্লিক করবেন।



ফেসবুক আইডি নষ্ট করার পিকচার, ছবি

তারপর বন্ধুরা আপনি প্রোফাইলটি দেখতে পারবেন, এখন আপনি যা করবেন, দেখুন থ্রি ডট অপশন রয়েছে, আপনি এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন


ফেসবুক আইডি রিপোর্ট মারার নিয়ম

তারপর নিচের দিকে দেখুন কিছু অপশন চলে আসবে। আপনি find support or report এই অপশনে ক্লিক করবেন।


ফেসবুক আইডি রিপোর্ট করার পদ্ধতি

এখানে আপনি কি কারণে ফেসবুকে আইডি রিপোর্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি fake account এর জন্য এই আইডিতে রিপোর্ট মারবো।


সহজ উপায়ে ফেসবুক আইডিতে রিপোর্ট মারার উপায়

তারপর বন্ধুরা এরকম আসবে আপনি Submit ক্লিক করবেন।


ফেসবুক আইডি নষ্ট করার সহজ নিয়ম

তারপর Next অপশনে ক্লিক করবেন।


ফেসবুক আইডিতে রিপোর্ট মারার উপায়

বন্ধুরা এখন Done অপশনে ক্লিক করলেই ফেসবুক আইডিতে, রিপোর্ট হয়ে যাবে। 

তো বন্ধুরা আপনি এই নিয়মে, আপনাকে বিরক্ত করে এমন সকল ফেসবুক আইডিতে রিপোর্ট মারতে পারবেন।


এরপরও যদি আপনার কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সমাধান দেওয়ার চেষ্টা করব।


পোস্ট ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।


তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments