জানুন Imei নাম্বার কিভাবে বের করে । Know how to find Imei number


আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, এবং আমরা জানতে চাই যে আমাদের ফোনের IMEI কত, এবং কিভাবে IMEI নাম্বার বের করা যায়। 



IMEI জানা অবশ্যই দরকার, কেননা আমাদের মোবাইল ফোন কোন কারনে যদি চুরি হয়ে যায় তাহলে আমরা ফোনের IMEI নাম্বার দিয়ে, মোবাইল ফোনটি বের করতে পারি খুব সহজে।



এছাড়াও মোবাইল ফোনের বিভিন্ন ক্ষেত্রে এই IMEI নাম্বারের প্রয়োজন হয়। 



কিন্তু আমরা অনেকেই জানিনা IMEI মোবাইলে কিভাবে দেখব। 


তো আপনি যদি জানতে চান IMEI নাম্বার কিভাবে বের করতে হয় তাহলে অবশ্যই নিচের নিয়ম গুলো ভালো করে দেখুন।



IMEI বের করার উপায়:-
#screenshot..

প্রথমে আপনাকে যা করতে হবে। আপনি আপনার ফোনের ডয়েলপের অপশনে চলে যাবেন। তারপর *#06# এই কোডটি লিখবেন, 
 কোডটি লেখার সঙ্গে সঙ্গে, নিচের screenshot এর মত দেখতে পারবেন।


#screenshot..


তো বন্ধুরা এরকম দেখতে পারবেন। আপনার ফোনে হয়তো ভিন্ন হতে পারে , IMEI1 and IMEI2 , এই দুইটাই হচ্ছে আপনার ফোনের IMEI নাম্বার, 


অবশ্যই এই দুইটি নাম্বার আপনি , জেনে নিবেন, অথবা কোথাও লিখে রাখবেন, যদি আপনি নতুন ফোন কিনেন তাহলে, IMEI নাম্বার আপনার ফোনের যে বক্স রয়েছে, সেই বক্সেই IMEI দেওয়া থাকে।


যদি আপনার ফোন অনেক পুরাতন হয়ে থাকে তাহলে আপনি, বা আপনার ফোনের যদি বক্স হারিয়ে যায় তাহলে আপনি উপরের নিয়ম অনুসারে, যেকোনো মোবাইলের 
IMEI খুব সহজেই জেনে নিতে পারবেন।


তো বন্ধুরা এভাবে আপনি সকল মোবাইলের IMEI খুব সহজেই বের করে নিতে পারবেন। 

যদি আপনি এই পোস্টের কোথাও কোনো কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব।

#আজ এই পর্যন্তই

ভালো থাকুন সুস্থ থাকুন @আল্লাহ_হাফেজ

Post a Comment

0 Comments