ইউটিউবে এড বন্ধ করার উপায় । How to turn off ads on YouTube

ইউটিউবে এড বন্ধ করার উপায়
ইউটিউবে এড বন্ধ করার উপায়

আসসালামু আলাইকুম।

বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব এ আসা এড বন্ধ করবেন।


বন্ধুরা আমরা অনেকেই ইউটিউব চালাই। ইউটিউবে আমরা নানা রকম ভিডিও দেখে থাকি। আমরা যখন ইউটিউবে একটা ভিডিও চালু করি। তখন ভিডিও চালু হওয়ার আগে একটি এড সু করে।


এবং চার থেকে পাঁচ সেকেন্ড দেরি করার পর স্কিপ অপশনে ক্লিক করলেই আমাদের ভিডিওটি দেখতে পারি।


বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউবে এড বন্ধ করবেন। কারণ এই এটি খুবই বিরক্তিকর লাগে সবারই কাছে।


অনেকেই আছেন যারা ইউটিউব এর এড গুলো বন্ধ করতে চান। কিন্তু কিভাবে ইউটিউব এ আশাদের বন্ধ করতে হয় এর নিয়ম জানা নেই। 


তারা আজকের এই পোষ্ট ভালো করে ও মনোযোগ সহকারে দেখে নিবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে ইউটিউব এ আসা এড বন্ধ করতে হয়।


তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা জেনে নেই কিভাবে ইউটিউব এর এড বন্ধ করব। এবং ইউটিউবে আসা এড বন্ধ করার নিয়ম।


বন্ধুরা ইউটিউবে আসা এড বন্ধ করতে চাইলে নিচের নিয়ম গুলো ভালো করে দেখে নিবেন এবং সে অনুযায়ী কাজ করবেন তাহলে অবশ্যই আপনার মোবাইলে ইউটিউব এ আসা এড বন্ধ করতে পারবেন।

ইউটিউবে এড বন্ধ করার নিয়ম।

1.

ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022, ইমুতে এড বন্ধ করার উপায়, এড ছাড়া ইউটিউব, ফেসবুকে এড বন্ধ করার উপায়,

বন্ধুরা ইউটিউব বন্ধ করতে চাইলে আপনার মোবাইলে অবশ্যই এমবি ডাটা চালু থাকতে হবে। এমবি ও ডাটা চালু করে আমার মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করবেন। তারপর একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে Google গুগোল নামে একটি অপশন দেখতে পারবেন আপনি এই অপশনে ক্লিক করবেন।



2.

ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022, ইমুতে এড বন্ধ করার উপায়, এড ছাড়া ইউটিউব, ফেসবুকে এড বন্ধ করার উপায়,

তারপর ওপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। আপনি Ads এই অপশনে ক্লিক করবেন।



3.

ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022, ইমুতে এড বন্ধ করার উপায়, এড ছাড়া ইউটিউব, ফেসবুকে এড বন্ধ করার উপায়,


তারপর উপরের স্ক্রীনশটএর মত আসবে এখন আপনি Ads By Google এই অপশনে ক্লিক করবেন।


4.

ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022, ইমুতে এড বন্ধ করার উপায়, এড ছাড়া ইউটিউব, ফেসবুকে এড বন্ধ করার উপায়,


তারপর এইরকম আসবে। আপনি  থ্রি ডট এই অপশনে ক্লিক করবেন।


5.


ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022, ইমুতে এড বন্ধ করার উপায়, এড ছাড়া ইউটিউব, ফেসবুকে এড বন্ধ করার উপায়,

তারপর এরকম আসবে। দেখুন Ads নামে একটি অপশন আছে। আপনি এই Ads অপশনে ক্লিক করবেন।



6.

ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022, ইমুতে এড বন্ধ করার উপায়, এড ছাড়া ইউটিউব, ফেসবুকে এড বন্ধ করার উপায়,
ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022

তারপর এরকম একটা অপশন আসবে। দেখুন এখানে একটা অপশন চালু রয়েছে। এই অপশনটি অফ করে দিতে হবে। অপশনটি অফ করার জন্য । অপশন টির উপরে ক্লিক করুন।


7.

ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022, ইমুতে এড বন্ধ করার উপায়, এড ছাড়া ইউটিউব, ফেসবুকে এড বন্ধ করার উপায়,

তারপর ওপরের স্ক্রীনশটএর মত অপশন আসছে। আপনি Turn off এই অপশনে ক্লিক করবেন।


8.

ইউটিউবে এড বন্ধ করার উপায় 2022, ইমুতে এড বন্ধ করার উপায়, এড ছাড়া ইউটিউব, ফেসবুকে এড বন্ধ করার উপায়,

তারপর Got it অপশনে ক্লিক করবেন। তাহলে বন্ধুরা আপনার মোবাইলে ইউটিউবে যে অ্যাডগুলো আসছিলো সেই অ্যাডগুলো আর আসবেনা।



সর্বশেষ কথা।

আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি ইউটিউবে এড বন্ধ করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন।


যদি আপনার এই পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।


যাতে আপনার বন্ধুরাও ইউটিউবে এড বন্ধ করার উপায় সমন্ধে জানতে পারে।


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।


ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।



বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ । আজকের এই পোষ্ট এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে অন্য কোন পোস্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ


# Tags:-

# ইউটিউবে এড বন্ধ করার উপায়,

# ইমুতে এড বন্ধ করার উপায়, 

# ফেসবুকে এড বন্ধ করার উপায়,

# এড ছাড়া ইউটিউব দেখার নিয়ম,

Post a Comment

0 Comments