যেভাবে ইউটিউবে ডার্ক মোড চালু করবেন ও সুবিধা | Dark Mode On YouTube

ইউটিউবে ডার্ক মোড চালু করার উপায় | YouTube Dark Mode Calo Korar Upay !


আসসালামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমিও ভালো আছি।


বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হয়তো অনেকেই এই পোষ্টের Title & Thumbnail দেখে বুঝতে পেরেছেন।


বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে ইউটিউবে ডার্ক মোড অপশন চালু করবেন


আমরা অনেকেই ইউটিউব ব্যবহার করে থাকি। কেননা ইউটিউবে আমরা সকল প্রকার খবর, বিনোদনমূলক অনুষ্ঠান, গান, ওয়াজ, ভিডিও দেখি। 


আমরা অনেকেই ইউটিউবে অধিক সময় ব্যয় করে থাকি। হঠাৎ ইউটিউব দীর্ঘ সময় পর্যন্ত চালাই। এতে কিন্তু আমাদের চোখের প্রচন্ড ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি যদি ইউটিউব ডার্ক মোড অপশন চালু করে নেন। তাহলে কিন্তু আপনার চোখের ক্ষতি আশঙ্কা কম থাকে।


তাই বন্ধুরা আজকের এই পোস্টটি আমি দেখাবো কিভাবে ইউটিউবে ডার্ক মোড চালু করতে হয়। 


অনেকেই আছেন যারা ইউটিউবে ডার্ক মোড অপশন চালু করতে পারেন না। তারা অবশ্যই আজকের এই পোষ্ট মনোযোগ সহকারে দেখে নিবেন। তাহলে আপনি খুব সহজেই আপনার মোবাইলে ইউটিউবে ডার্ক মোড অপশন চালু করে নিতে পারবেন।


তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিভাবে ইউটিউবে ডার্ক মোড করতে হয়।


ইউটিউবে ডার্ক মোড চালু করার নিয়ম । YouTube Dark Mode Calo Korar Niom !

Step-1

YouTube Dark Mode করার জন্য। অবশ্যই ইউটিউব অ্যাপস টি ওপেন করবেন।


Step-2
তারপর বন্ধুরা। উপরে স্ক্রীনশটএর মত চলে আসবে। এখন ডান কোনে উপরের দিকে দেখুন। K  অপশন রয়েছে। আপনি কি অপশন এ ক্লিক করবেন। 

আপনার ক্ষেত্রে ওখানে K নাও থাকতে পারে অন্য কোন অক্ষর থাকতে পারে। অর্থাৎ আপনি জিমেইল খোলার আগে যে নাম ব্যবহার করেছিলেন সেই নামের প্রথম অক্ষর ওখানে সো করবে। আর আপনি যদি জিমেইলে ছবি যুক্ত করে থাকেন তাহলে ওখানে সেই ছবি দেখতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি।


Step-3

তারপর বন্ধুরা এইরকম অপশন আসবে। আপনি Settings অপশনে ক্লিক করবেন।


Step-4

Settings এ ক্লিক করার পর। উপরের স্ক্রীনশটএর মত চলে আসবে। আপনি general অপশনে ক্লিক করবেন।


Step-5

General অপশনে ক্লিক করার পর। উপরে স্ক্রীনশটএর মত ইন্টারফেস দেখতে পারবেন।  দেখুন Dark theme নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে চালু করে দিবেন।


Step-6

দেখুন বন্ধুরা আমি dark theme অপশন চালু করে দিয়েছি। এবং একটু লক্ষ্য করে দেখুন আমার ডিসপ্লের কালারটা কেমন ডার্ক হয়ে গেছে।



দেখুন ইউটিউব হোম পেজে ডার্ক মোড হয়ে গেছে। আপনি যদি এই ডার্ক মোড চালু করে মোবাইল ফোন ব্যবহার করেন বা ইউটিউব ব্যবহার করেন। তাহলে কিন্তু আপনার ডিসপ্লের আলো সরাসরি আপনার চোখে। আসতে পারবে না। এতে আপনার চোখ ভালো থাকবে। আশা করি বিষয়টি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি।


শেষ কথা!

আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পেরেছেন কিভাবে ইউটিউবে ডার্ক মোড চালু করবেন এ ব্যাপারে।


যদি আপনি এই পোস্ট দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে পোস্টটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও কিভাবে ইউটিউবে ডার্ক মোড অপশন চালু করে এ বিষয়ে জানতে পারে। 


বন্ধুরা এরকম পোস্ট নিয়মিত পেতে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন। 


আর আজকের এই পোস আমি এখানেই শেষ করতেছি। পরবর্তী পোস্ট আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments