ফেসবুক ডার্ক মোড করার নিয়ম ২০২২ । How to do Facebook dark mode

যেভাবে ফেসবুকে ডার্ক মোড অপশন চালু করবেন!

ফেসবুক ডার্ক মোড করার নিয়ম

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। ‌

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের টিপস হচ্ছে কিভাবে ফেসবুক ডার্ক মোড অপশন চালু করা যায়। 


বন্ধুরা ফেসবুক ডার্ক মোড অপশন চালু করার।‌ অত্যান্ত জরুরি। কেননা যদি ডার্ক মোড অপশন আপনার ফেসবুক অ্যাপ এ চালু থাকে ‌‌। তাহলে আপনি যতক্ষণই ফেসবুক ব্যবহার করেন না কেন। ‌ আপনার চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে।


আমরা অনেকেই আছি। যারা সারারাত ফেসবুক ব্যবহার করে থাকি। যারা সারারাত ফেসবুক ব্যবহার করেন। তারা অবশ্যই ফেসবুক ডার্ক মোড অপশন চালু করে নিবেন। এতে আপনার চোখ, ভালো থাকবে। 


তাহলে চলেন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে। দেখে নেই কিভাবে ফেসবুকে ডার্ক মোড অপশন চালু করব


ফেসবুক ডার্ক মোড করার নিয়ম !

ধাপ-১
প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। তারপর। উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। ডান কুনে উপরের দিকে দেখুন। থ্রি ডট আইকন। আপনি ওই আইকনে ক্লিক করবেন


ধাপ-২

তারপর একটু নিচের দিকে এলে। উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। এবং দেখুন Dark mode নামে একটি অপশন রয়েছে। এই অপশনটি অফ রয়েছে। এই অপশনটি কে চালু করে দিতে হবে। চালু করার জন্য শুধু এই অপশন এর উপর একটা ক্লিক করবেন। তাহলে বন্ধুরা ডার্ক মোড অপশনটি চালু হয়ে যাবে।


ধাপ-৩

দেখুন বন্ধুরা। আমি ডার্ক মোড অপশনটি চালু করে দিয়েছি। এবং স্ক্রিনশট দেখুন ডিসপ্লের কলার কালো হয়ে গিয়েছে। বন্ধুরা এটাকে বলে ডার্ক মোড, তো বন্ধুরা এই নিয়মে আপনি আপনার ফোনে ফেসবুকে ডার্ক মোড অপশন চালু করে নিন। এতে আপনার চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে ‌


শেষ কথা।

আশা করছি আজকের এই পোস্ট দেখে ফেসবুক ডার্ক মোড করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।


যদি আপনি এই পোস্ট দেখে কোথাও কোন কিছু না বুঝতে পারেন। তাহলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।


যদি আপনার এই পোষ্ট ভালো লাগে তাহলে অবশ্যই পোস্ট আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যাতে আপনার বন্ধুরা ফেসবুক ডার্ক মোড করার উপায় সম্পর্কে জানতে পারে।


বন্ধুরা এই রকম পোস্ট নিয়মিত পেতে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন। আমি এই ওয়েবসাইটে প্রতিদিন যে কোনো ধরনের টিউটিরিয়াল শেয়ার করে থাকি। 


যদি আপনার কোনো বিষয় টিউটোরিয়াল প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনার, ওই বিষয়ের ওপর সঠিক তথ্য দিয়ে টিউটিরিয়াল দেওয়ার চেষ্টা করব।


বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পোস্ট এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments