কিভাবে সহজে একটি ফেসবুক গ্রুপ খুলবেন | How to create a Facebook group in 2022

ফেসবুক গ্রুপ খোলার উপায় | How to create a Facebook group in 2022

ফেসবুক কি তা আমরা সবাই ভালো করে জানি। ফেসবুক হল বিশ্বের উন্নত একটি যোগাযোগ মাধ্যম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমাদের সকলেরই একটি বা একাধিক ফেসবুক আইডি রয়েছে।

ফেসবুক গ্রুপ খোলার উপায় | How to create a Facebook group in 2022 | Facebook group create, কিভাবে ফেসবুক গ্রুপ খুলতে হয়, ফেসবুক গ্রুপ খোলার নিয়ম, ফেসবুক গ্রুপ তৈরি।
ফেসবুক গ্রুপ খোলার উপায় | How to create a Facebook group in 2022 | Facebook group create, কিভাবে ফেসবুক গ্রুপ খুলতে হয়, ফেসবুক গ্রুপ খোলার নিয়ম, ফেসবুক গ্রুপ তৈরি।

আমরা ফেসবুক আইডি ব্যবহার করে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারি। এছাড়াও মেসেঞ্জারে ভিডিও বা অডিও কলে কথা বলতে পারি। এতক্ষণ আমরা ফেসবুক সমন্ধে আলোচনা করলাম। এখন চলুন ফেসবুক গ্রুপ সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই।

ফেসবুক গ্রুপ কি?

অনেকেই জানতে চান ফেসবুক গ্রুপ কি। যারা জানতে চান ফেসবুক গ্রুপ কি এই ব্যাপারে নিচে বিস্তারিত আলোচনা করা হলো


আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি কোন না কোন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আসেন। আমিও অনেকগুলো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যুক্ত আছি। 

ফেসবুক গ্রুপ এমন একটি মাধ্যম যেখানে অনেক ফেসবুক ইউজার রা যুক্ত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পায়।

এছাড়াও এমন কিছু ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলোতে যুক্ত হলে আপনি বিনোদন পেতে পারেন এছাড়াও সময় কাটানোর জন্য কিছু ফানি ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারে। এতে আপনি বিনোদন পাবেন + ভালো সময় কাটাতে পারবেন।

ফেসবুক গ্রুপ থেকে আপনি পড়ালেখা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে পারেন। তাহলে বুঝতেই পারতেছেন ফেসবুক গ্রুপ টা আসলে কি।

ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম - ২০২২

আপনি হয়তো এই মুহূর্তে ভাবতেছেন, ফেসবুক গ্রুপ থেকে আবার কিভাবে টাকা ইনকাম হয়। হে বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করা সম্ভব। কিভাবে ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করা যায় এই সম্বন্ধে নিচে আলোচনা করা হলো।

আপনার যদি একটি ফেসবুক গ্রুপ থাকে এবং তাতে যদি এক থেকে দেড় লক্ষ সদস্য থাকে। তাহলে আপনি ফেসবুক থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। এখন কথা হল ফেসবুক গ্রুপে আপনি কি কাজ করবেন এবং ইনকাম কিভাবে করবেন।


ফেসবুক গ্রুপে আপনাকে তেমন কোন কাজ করতে হবে না। এখনে আপনি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আপনার ব্যবসার সমস্ত দিক পরিচালনা করতে পারবেন।


এখন আপনি হয়তো ভাবছেন কী নিয়ে ব্যবসা শুরু করা যায়? ফেসবুক গ্রুপে আপনি বিভিন্ন প্রোডাক্ট বা পণ্য দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তবে আপনি এমন কিছু প্রডাক্ট বা পণ্য নিয়ে ফেসবুক গ্রুপে ব্যবসা শুরু করবেন। যা মানুষের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। এবং আপনাকে ওই প্রোডাক্ট গুলোর ছবি তুলে আপনার ওই ফেসবুক গ্রুপে আপলোড করতে হবে। মনে রাখবেন আপনার প্রডাক্ট‌ বা পণ্যগুলোর দাম বাজারের তুলনায় একটু কম রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার গ্রাহকরা ওই প্রোডাক্টগুলো অন্য কোথাও থেকে ক্রয় করার চিন্তা না করে, আপনার থেকে ক্রয় করার আগ্রহ বাড়তে থাকবে। এবং আপনার প্রোডাক্ট বা পণ্যগুলো প্রতিদিন বেশি পরিমাণে বিক্রয় করতে পারবেন এতে করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়।


তোর চলুন বন্ধুরা এখনও আমরা জানবো কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক গ্রুপ তৈরি করা যায় নিচে এই ব্যাপারে আলোচনা করা হলো।


ফেসবুক গ্রুপ খোলার নিয়ম | How do i create a Facebook group in 2022

ফেসবুক গ্রুপ খোলার পদ্ধতি জানতে নিচের‌ নিয়ম গুলো ভালো করে দেখে নিবেন।

#ধাপ - ১


প্রথমে আপনি ফেসবুক অ্যাপস ওপেন করবেন। তারপর উপরের স্ক্রীনশটএর মত দেখানো জায়গায় ক্লিক করবেন।


#ধাপ - ২


তারপর ওপরের স্ক্রীনশট এর মত দেখতে পাবেন। এবং Groups নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


#ধাপ - ৩


গ্রুপ এ ক্লিক করার পর উপরের স্ক্রীনশটের মত দেখতে পারবেন। উপরে দেখুন একটি অপশন আছে Create Groups নামে আপনি ঐ অপশনে ক্লিক করবেন।


#ধাপ - ৪


করেট গ্রুপ এ ক্লিক করার পর উপরের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন। উপরে দেখুন ক্যামেরার মত একটি অপশন দেখতে পাবেন আপনি ঐ অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। এবং আপনার গ্যালারি থেকে ফেসবুক গ্রুপের জন্য একটি ছবি সিলেক্ট করে আপলোড করে দিবেন।

তারপর একটু নিচে এসে যে নামে গ্রুপটি খুলতে চাচ্ছেন সেই নামটি লিখবেন।

তারপর নিচে এসে Choose Privacy নামে একটি অপশন দেখতে পারবেন এবং তার পাশে দেখুন তীর চিহ্ন এর মত একটি অপশন রয়েছে। আপনি ওই তীর চিহ্ন অপশনে ক্লিক করবেন।


#ধাপ - ৫


তীর চিহ্ন তে ক্লিক করার পর উপরের স্ক্রীনশটএর মত আসবে। এবং নিচে দেখুন public নামে একটি অপশন রয়েছে এবং পাশে দেখুন একটি আইকন রয়েছে ওই আইকনে ক্লিক করে উপরে দেখুন Done নামে একটি অপশন রয়েছে আপনি ওই অপশন এ ক্লিক করে দিবেন।


#ধাপ - ৬


তারপর Create অপশনে ক্লিক করবেন।


#ধাপ - ৭


Create এ ক্লিক করার পর এরকম আসবে এখানে আপনার সমস্ত ফ্রেন্ড এর লিস্ট দেখতে পারবে। এবং পাশে দেখুন Invite নামে একটি অপশন রয়েছে এবং Invite অপশন এ ক্লিক করে আপনার সমস্ত ফ্রেন্ড দের ইনভাইট করে নিবেন। তারপর উপরে দেখুন Done নামে একটি অপশন রয়েছে ওই অপশন এ ক্লিক করবেন।


#ধাপ - ৮


তারপর উপরে স্ক্রীনশট এর মত দেখতে পারবেন উপরে দেখুন Add description নামে একটি অপশন রয়েছে এবং তার নিচে একটি ফাঁকা থাকবে আপনি ওই ঘরে আপনার গ্রুপ সম্বন্ধে কিছু লিখবেন। তারপর উপরের Done অপশনে ক্লিক করবেন..


#ধাপ - 9


Done এ ক্লিক করার পর উপরের স্ক্রীনশট এর মত আসবে। আবার আপনি Done অপশানে ক্লিক করবেন।


#ধাপ - ১০


Done অপশনে ক্লিক করা মাত্রই আপনার ফেসবুক গ্রুপ তৈরি হয়ে যাবে। ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য write something অপশনে ক্লিক করবেন। 


#ধাপ - ১১


write something অপশনে ক্লিক করার উপরের স্ক্রিনশট মত আসবে। উপরে একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন ওখানে আপনি যা লিখার লিখবেন। লিখা শেষ হয়ে গেলে। নিচে দেখুন post নামে একটি অপশন রয়েছে আপনিও এখানে ক্লিক করে আপনার লেখে পোস্ট-টি পাবলিশ করে দিবেন। তাহলে আপনার ওই পোস্ট গুরুপের সবাই দেখতে পাবে।

শেষ কথা....

আশা করি ফেসবুক গ্রুপ খোলার নিয়ম এবং ফেসবুক গ্রুপ থেকে কিভাবে টাকা ইনকাম করে সে সম্পর্কে জানতে পেরেছেন।
আপনার যদি ফেসবুক বিষয়ে কোন টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন।


আর আপনি যদি এই পোষ কোন কিছু বুঝতে সমস্যা হয়
তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনার কমেন্ট এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এইরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে জানতে পারবে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন।


তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments