মোবাইল দিয়ে খুব সহজেই ব্লগ সাইট তৈরি করার উপায় দেখুন ! How to create a blog site with mobile

ব্লগ সাইট তৈরি করার উপায়

হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ব্লগ টিউটোরিয়াল শেয়ার করব। অবশ্যই আপনারা এই পোস্ট টি ভাল করে দেখে নিবেন। কারণ আজকে এই পোস্টে আমি দেখবো কিভাবে একটি ব্লগ সাইট খুলতে হয় বা তৈরি করতে হয়
কিভাবে ব্লগ সাইট তৈরি করব . ব্লগ সাইট তৈরি করার নিয়ম . খুব সহজে কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হয় . ব্লগ সাইট খোলার উপায়.

আমরা সবাই জানি ব্লগ সাইট থেকে ইনকাম করা যায়। কিন্তু আমরা যারা নতুন আমরা ব্লগ সাইট এর সম্বন্ধে কিছুই বুঝিনা। বা একটি ব্লগ সাইট কিভাবে খুলতে হয় বা তৈরি করতে হয় এ ব্যাপারে আমরা জানি না। তারা আজকে আমার এই পোষ্ট ভালো করে দেখে নিতে পারেন। কারণ আজকের এই পোস্টে আমি A to z ব্লগ সাইট তৈরি করার উপায় জানিয়ে দেবো। আশা করি সাথেই থাকবেন।

Tag. বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম, মোবাইলে ব্লগ তৈরি, ব্লগার বাংলাদেশ, ব্লগ লেখার নিয়ম, ওয়েবসাইট খোলার নিয়ম, ব্লগ কি,
তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ব্লগ সাইট তৈরি করার নিয়ম জেনে নেই।


ব্লগ সাইট তৈরি করার নিয়ম

ধাপ - ১.

কিভাবে ব্লগ সাইট তৈরি করব . ব্লগ সাইট তৈরি করার নিয়ম . খুব সহজে কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হয় . ব্লগ সাইট খোলার উপায়.

প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করতে তারপর Blogger.com এই সাইটে প্রবেশ করবেন। এই সাইটে প্রবেশ করলে উপরের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন। স্ক্রিনশটে দেখুন উপরে নীল কালারের শীর্ষক নামে একটি লেখা রয়েছে তোর নিচে একটি ফাকা ঘর থাকবে ওই ঘরে আপনি যে বিষয়ে ব্লগ সাইট তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ের উপর ভিত্তি করে একটি টাইটেল লিখবেন। যেমন করে আমি লিখেছি। টাইটেল লিখা হয়ে গেলে নিচের পরবর্তী অপশনে ক্লিক।


ধাপ - ২.
কিভাবে ব্লগ সাইট তৈরি করব . ব্লগ সাইট তৈরি করার নিয়ম . খুব সহজে কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হয় . ব্লগ সাইট খোলার উপায়.

পরবর্তী অপশনে ক্লিক করার পর উপরের স্ক্রীনশটএর মত আসবে। এবং উপরে দেখুন নীল কালারের ঠিকানা লিখা আছে। তার নিচে একটি ফাকা ঘর দেখতে পারবে। ঐ ঘরে আপনি যে নামে ব্লগ সাইট তৈরি করতে যাচ্ছেন সেই নামটি লিখে দিবেন। নাম লিখা হয়ে গেলে নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার ব্লগ সাইট তৈরি হয়ে যাবে।


শেষ কথা:-

আশা করি আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে কিভাবে সহজেই একটি ব্লগ সাইট তৈরি করবেন সে সম্বন্ধে জানতে পেরেছে। 

যদি আপনার এই ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। 

আর এই পোস্টে আপনি যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেয়ার চেষ্টা করব।

তো এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ, আরো এইরকম পোষ্ট পেতে আমার এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন। আজকের পোস্ট এখানে শেষ করছি খোদা হাফেজ।

Post a Comment

0 Comments