খুব সহজেই জেনেনিন জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে !

জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় :-

আসসালামুআলাইকুম, বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি টিউটিরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব। আজকের টিউটিরিয়াল হল। কিভাবে আপনি আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আপনি যদি জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় নিয়ম জানতে চান। তাহলে আজকের এই টিউটোরিয়াল ভালো করে দেখে নেবেন। কারণ আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনি জানতে পারবেন জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার উপায়।
 
জেনেনিন জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে . জিমেইল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম . জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় . জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার উপায়

জিমেইল আইডির পাসওয়ার্ড কেন পরিবর্তন করতে হয়।

জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার আগে আমাদের জানতে হবে কেন আমরা জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করব। 

জিমেইল আইডির পাসওয়ার্ড নানা কারণে পরিবর্তন করা হয়। যেমন :- আপনি যদি মনে করেন আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড কেউ জেনে ফেলেছে। তখন আপনাকে জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। 

এছাড়াও জিমেইল আইডি খোলার সময় নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করেছেন। আপনি যদি জিমেইল আইডি খোলার সময় নরমাল পাসওয়ার্ড ব্যবহার করে জিমেইল আইডি খুলেন তাহলে অবশ্যই জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তা না হলে আপনার ওই জিমেইল আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে বুঝতে পারলেন কি করণে জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।

চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে। আমরা জেনে নেই জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম।

জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম:

জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় জানতে নিচে দেখানো নিয়ম গুলো ভালো করে ফলো করবেন।

ধাপ -১

জেনেনিন জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে . জিমেইল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম . জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় . জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার উপায়

প্রথমে আপনি জিমেইল অ্যাপস টি ওপেন করবেন। আপনার ফোনে যদি জিমেইল অ্যাপস না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। জিমেইল অ্যাপস ওপেন করার পর উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে একটি ইন্টারফেস শো করবে। এবং স্ক্রিনশটের উপরের ডান কোনায় দেখুন জিমেইল এর লোগো রয়েছে। আপনি ওই লোগোর উপরে ক্লিক করবেন।


ধাপ -২

জেনেনিন জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে . জিমেইল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম . জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় . জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার উপায়

লোগো আইকন এ ক্লিক করার পর, মোবাইলের স্ক্রিনে উপরের স্ক্রীনশটএর মত ইন্টারফেস শো করবে। এবং দেখুন ‌ manage your Google account নামে একটি অপশন রয়েছে। আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


ধাপ -৩

জেনেনিন জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে . জিমেইল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম . জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় . জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার উপায়

Manage your Google account এ ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে আসবে। এবং আপনি একটু নিচের দিকে দেখুন get started নামে একটি অপশন রয়েছে, আপনি ওই অপশন এ ক্লিক করবেন। 


ধাপ -৪

জেনেনিন জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে . জিমেইল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম . জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় . জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার উপায়

Get started এ ক্লিক করার পর, উপরের স্ক্রিনশটে দেখুন personal info নামে একটি অপশন রয়েছে আপনি ওই অপশন এ ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন । নিচের দিকে আসলে password নামে একটি অপশন দেখতে পারবেন। এবং একটু নিচে বা দিকে দেখুন। তীর চিহ্নের মতো একটি অপশন রয়েছে আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


ধাপ -৫

জেনেনিন জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে . জিমেইল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম . জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় . জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার উপায়

তীর চিহ্ন আইকনে ক্লিক করার পর , আপনার মোবাইলের স্ক্রিনের উপরে  স্ক্রীনশট এর মত পেজ ওপেন হবে। উপরে দেখুন enter your password লেখা আছে এবং নিচে দেখুন একটি ফাঁকা ঘর রয়েছে। আপনি ওই ফাঁকা ঘরে আপনার জিমেইল এর পুরনো পাসওয়ার্ড টি দিবেন। তারপর নিচে দেখুন next নামে একটি অপশন রয়েছে ওই অপশনে ক্লিক করবেন।


ধাপ -৬

জেনেনিন জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে . জিমেইল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম . জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় . জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার উপায়

Next এ ক্লিক করার পর, আপনার মোবাইলের স্কিনে এরকম একটি ইন্টারফেস আসবে। এবং উপরে স্ক্রিনশটে দেখুন new password এর নিচে একটি 
ফাঁকা ঘর রয়েছে। ওই ঘরে আপনি নতুন করে যে পাসওয়ার্ডটি দিতে চান। সেই পাসওয়ার্ড টি ওই ফাঁকা ঘরে লিখবেন।

তারপর একটু নিচে দেখুন , confirm new password এর নিচে একটি ফাকা ঘর রয়েছে। উপরের ফাঁকা ঘরে যে পাসওয়ার্ড টি লিখেছেন। ওই পাসওয়ার্ড টি নিচের এই ঘরেও লিখে দেবেন। খেয়াল রাখবেন যেন ভুল না হয়।

তারপর নিচে দেখুন change password নামে একটি অপশন রয়েছে আপনি ওই অপশন এ ক্লিক করবেন। তাহলে আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। 

শেষ কথা:

আজকের এই টিউটোরিয়ালটি পড়ে কীভাবে জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন আশা করি সে বিষয়ে জানতে পেরেছেন।

আপনার যদি এই টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যাতে আপনার বন্ধুরাও এই বিষয়ে জানতে পারে এবং তাদের জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারে।

আর আপনি যদি এই পোস্টে বা টিউটরিয়ালের কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।

তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি, আরো এরকম টিউটোরিয়াল পেতে আমার এই ওয়েব সাইটটি ভিজিট করবেন, ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments