দেখুন কিভাবে‌ সহজেই ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন ২০২২ !

সহজে ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার উপায়ঃ

আমাদের নানা ব্যক্তিগত কারণে ও নিজেদের সুরক্ষার জন্য ফেসবুকে ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখার দরকার পড়ে। আমরা অনেকেই চাই না যে আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট গুলো কেউ দেখে ফেলুক। অনেকেই ফেসবুক ফ্রেন্ড লিস্ট এর তালিকা গোপন রাখতে চান। 

কিভাবে সহজে ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন . ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায় . ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়ম . facebook ফ্রেন্ডলিস্ট কিভাবে লুকিয়ে রাখতে হয়

কিন্তু ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার উপায় না জানার কারণে আমরা ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখতে পারিনা। কিন্তু বন্ধুরা চিন্তার কারন নেই আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়ম সম্পর্কে A to Z বলে দিব। আশা করি সাথেই থাকবেন।

ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার প্রয়োজনীয়তাঃ

(১) আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট কেউ চাইলেই দেখতে পারবেনা।

(২) এবং আপনার ফ্রেন্ডলিস্ট হাইড করে রাখাই - হ্যাকাররা আপনার ফেসবুক আইডি থেকে কোন তথ্য নিতে পারবে না। সে কারনে আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে।


তাহলে চলুন বন্ধুরা এখন আমরা ফেসবুক ফ্রেন্ড লিস্টে লুকিয়ে রাখার নিয়ম সম্পর্কে জেনে নেই।

ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়মঃ

ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার পদ্ধতি জানতে নিচের নিয়ম গুলো ভালো করে দেখে নেবে। তাহলে চলেন বন্ধুরা শুরু করি,

#ধাপ - ১

কিভাবে সহজে ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন . ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায় . ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়ম . facebook ফ্রেন্ডলিস্ট কিভাবে লুকিয়ে রাখতে হয়

প্রথমে আপনি  Facebook Lite এপসটি ওপেন করবেন। তারপর উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। এবং ডান দিকে কনে দেখুন Menu আইকন রয়েছে, আপনি ওই আইকনে ক্লিক করবেন।


#ধাপ - ২

কিভাবে সহজে ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন . ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায় . ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়ম . facebook ফ্রেন্ডলিস্ট কিভাবে লুকিয়ে রাখতে হয়

মিনু-আইকনে ক্লিক করার পর উপরের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন, এবং আপনি একটু নিচে আসবে নিচে আসলে Settings নামে একটি অপশন দেখতে পারবেন। এবং আপনি ওই সেটিং এ ক্লিক করবেন।


#ধাপ - ৩

কিভাবে সহজে ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন . ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায় . ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়ম . facebook ফ্রেন্ডলিস্ট কিভাবে লুকিয়ে রাখতে হয়

সেটিং এ ক্লিক করার পর একটু নিচে খেয়াল করবেন how people can find and contact you এইরকম একটি অপশন দেখতে পারবেন। আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


#ধাপ - ৪

কিভাবে সহজে ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন . ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায় . ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়ম . facebook ফ্রেন্ডলিস্ট কিভাবে লুকিয়ে রাখতে হয়

তারপর ওপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবে। Who can see your friends list. এইরকম একটি অপশন রয়েছে। আপনি ওই অপশনে ক্লিক করবেন।


#ধাপ - ৫

কিভাবে সহজে ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন . ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায় . ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়ম . facebook ফ্রেন্ডলিস্ট কিভাবে লুকিয়ে রাখতে হয়

তারপর উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন এবং নিচে দেখুন See More নামে একটি অপশন রয়েছে। ওই অপশনে ক্লিক করেন।


#ধাপ - ৬

কিভাবে সহজে ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন . ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায় . ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার নিয়ম . facebook ফ্রেন্ডলিস্ট কিভাবে লুকিয়ে রাখতে হয়

See more. অপশনে ক্লিক করার পর উপরের স্ক্রীনশটএর মত আসবে। এবং সবার নিচে দেখুন only me নামে একটি অপশন রয়েছে ঐ অপশনে ক্লিক করবেন। তাহলে এখন আপনার কাজ শেষ, এখন থেকে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট কেউ দেখতে পারবেনা।

শেষ কথা...

 আশা করি, ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি এই পোস্ট দ্বারা একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।


আর আপনি এই পোস্টে কোথাও কোনো কিছু  না বুঝিতে পারেন তাহলে কমেন্ট করে আপনার সমস্যাটা বলে দিবেন। আমি আপনার সমস্যা সমাধান দেয়ার চেষ্টা করব। 


তো বন্ধুরা আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আরো পোষ্ট পেতে এই ওয়েব সাইটটি ভিজিট করবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments