ব্লগ ওয়েবসাইটের পেজ স্পিড চেক করার উপায়

ব্লগ ওয়েবসাইটের পেজ স্পিড চেক করার উপায়
ব্লগ ওয়েবসাইটের পেজ স্পিড চেক করার উপায়

যেকোনো ওয়েবসাইটের পেজ স্পিরিট , সব সময় ভালো রাখতে হবে। কেননা পেজ স্পিরিট এর উপর নির্ভর করে আপনার ওয়েবসাইটের ভিজিটর এবং Google র‍্যাঙ্ক .. 


আপনার ওয়েবসাইটির পেজ স্পিড যদি,  স্লো হয়ে যায় তাহলে আপনি ওই ওয়েবসাইটে ভিজিটর কম পাবেন। 


কারণ, আপনার ওয়েবসাইটের পেজ স্পিড স্লো হওয়ার কারণে কোন ভিজিটর আপনার ওয়েবসাইট ভিজিট করলে, আপনার ওই ওয়েবসাইটি লোডিং নিতে অনেক সময় লেগে যাবে। 


এবং লোডিং হওয়ার সময় বেশি লাগার কারণে, যেকোনো ভিজিটরি বিরক্ত বোধ করে ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারে।


এবং আপনার ওই ওয়েবসাইট আস্তে আস্তে google থেকে র‍্যাংকিং কমে যাবে। এক পর্যায়ে আপনার ওয়েবসাইটের ভিজিটর একদমই কমে যাবে।


আর আমরা জানি ভিজিটরি হচ্ছে ওয়েবসাইটের প্রান। কোন ওয়েবসাইটে ভিজিটর না আসলে সেই ওয়েবসাইটের কোন মূল্যই থাকেনা। 


তাই আমাদের জানতে হবে, কিভাবে ওয়েবসাইটের পেজ স্পিড চেক করা যায়। আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু যারা নতুন। 


এবং যারা জানেন না শুধু তাদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটি, অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিবেন।


ওয়েবসাইটের পেজ স্পিড কমে যাওয়ার কয়েকটি কারণ !

১) অতিরিক্ত ওয়েব সাইটে অ্যাডস কোড বসানো।

২) বিভিন্ন এড নেটওয়ার্কের কোড ওয়েবসাইটের ব্যবহার করা।

৩) ওয়েব সাইটে অতিরিক্ত জবা স্ক্রিপ্ট কোড ব্যবহার করা।

৪) ওয়ার্ড প্রসেস সাইট হলে হোস্টিং এর সমস্যার করনে ওয়েবসাইট স্লো হয়ে যায়।



তাহলে চলুন বন্ধুরা এখন আমরা দেখে নেই কিভাবে ওয়েবসাইটের পেজ স্পিড টেস্ট করতে হয় বা চেক করতে হয়।

ব্লগ ওয়েবসাইটের পেজ স্পিড চেক করার নিয়মঃ-

ব্লগ ওয়েবসাইটের পেজ স্পিড চেক করার উপায়

ওয়েব সাইটে পেজ স্পিড চেক করার জন্য। আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার টি ওপেন করুন তারপর https://pagespeed.web.dev এই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর উপরের স্ক্রিনশট এর মত একটি ওয়েবসাইট এ নিয়ে যাবে। এবং আপনি উপরে আপনার ওয়েবসাইটের লিংক দিবেন। তারপর Analyse আপশনে ক্লিক করবেন।



ব্লগ ওয়েবসাইটের পেজ স্পিড চেক করার নিয়ম

তো তারপর বন্ধুরা একটু সময় লোডিং নিবে এবং লোডিং নেওয়ার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। এবং উপরে আমার ওয়েবসাইটের মোবাইলের পেজ স্পিড গুলো দেখতে পাচ্ছেন... এখানে আপনার ওয়েবসাইটের পেজ স্পিড যত বেশি হবে তত আপনার ওয়েবসাইটের জন্য ভালো। আর যদি কম হয় তাহলে, অবশ্যই যে কোন উপায়ে স্পিড বাড়িয়ে নিতে হবে। 


এখন আপনি ডেক্সটপে আপনার ওয়েব সাইটে স্পিড  কেমন, তা দেখতে উপরের ডেক্সটপ অপশনে ক্লিক করবেন।

ব্লগ ওয়েবসাইটের পেজ স্পিড চেক করার উপায়

এখানে আপনার ওয়েবসাইট ডেস্কটপে কি পরিমাণ স্পিডে লোডিং নেই সেটি দেখাচ্ছে। উপরের স্ক্রিনশট দেখুন আমার ওয়েবসাইটের ডেক্সটপ স্পিড, আমি আবারও বলছি এই স্পিডগুলো যত বেশি হবে ততই ওয়েবসাইটের জন্য ভালো। 


তো বন্ধুরা এভাবেই ওয়েবসাইটের পেজ স্পিড চেক করতে হয় আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি।


তারপরও যদি আপনার কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।


আর পোস্টটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।


তো বন্ধুরা আজকের এই পোস্টে এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments