জিপ ফাইল আনজিপ করার উপায় | zip file unzip korar upay

জিপ ফাইল আনজিপ করার নিয়ম
জিপ ফাইল আনজিপ করার নিয়ম । zip file unzip korar upay

হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি, আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। 


তো বন্ধুরা আজকে আমি দেখাবো, কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়। 



আমরা অনেকেই জিপ ফাইল সম্বন্ধে কিছু না কিছু জানি। কিন্তু আমরা অনেকেই জিপ ফাইল আনজিব করার নিয়ম জানি না। 


বা জিপ ফাইল আনজিপ করার নিয়ম আগে জানতেন কিন্তু এখন ভুলে গিয়েছেন। তারা আজকের এই পোস্ট মনোযোগ সহকারে দেখে নিন। তাহলে অবশ্যই জিপ ফাইল অনজিপ করার উপায় সম্বন্ধে জানতে পারবেন।


তাহলে চলেন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা, জিপ ফাইল আনজিপ করার নিয়ম সম্পর্কে জেনে নেই।।


জিপ ফাইল আনজিপ করার নিয়ম | কীভাবে ‌‌‌‌‌জিপ ফাইল আনজিপ করবেন 

জিপ ফাইল আনজিপ করার নিয়ম

জিপ ফাইল আনজিপ করতে প্লে স্টোরে গিয়ে উপরের দেখানো অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।


জিপ ফাইল আনজিপ করার পদ্ধতি

তারপর বন্ধুরা অ্যাপসটি ওপেন করবেন, অ্যাপসটি ওপেন করার পর কিছু পারমিশন চাইবে allow, Ok করে দেবেন...


তারপর উপরের স্ক্রিনশট এর মত কিছু ফোল্ডার দেখতে পারবেন। আপনার যে ফোল্ডারের ভিতর জিপ ফাইল রয়েছে। সেই ফোল্ডারটি ওপেন করবেন , আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলাম।


জিপ ফাইল আনজিপ কীভাবে করতে হয়

তো বন্ধুরা দেখুন স্ক্রিনশটে, আমি এই যে জিপ ফাইলটি এখন অন জিপ করবো। ঠিক আপনারাও এইভাবেই করবেন। এটি আনজিব করার জন্য ফাইলটির উপর ক্লিক করবেন ‌


জিপ ফাইল আনজিপ করার এপস

ফাইলটির উপর ক্লিক করার পর। নিচের দিকে দেখবেন কিছু অপশন চলে আসবে। আপনি Extract here নামে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি, আনজিপ হয়ে যাবে।


জিপ ফাইল আনজিপ করার এপস ডাউনলোড

তো বন্ধুরা আনজিপ হওয়ার পর। যে ফাইলটি আনজিপ করলেন সেই ফাইলের নামে একটি ফোল্ডার তৈরি হবে। সেই ফোল্ডারের উপর ক্লিক করলেই আপনি আপনার , আনজিপ করা ফাইলগুলো দেখতে পারবেন। নিচে দেখুন,,


জিপ ফাইল আনজিপ করার কীভাবে করব

তো বন্ধুরা দেখুন আমার আনজিপ করা ফাইলগুলো। তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা। সকল প্রকার জিপ ফাইল আনজিপ খুব সহজেই করতে পারবেন ‌।


তারপরেও যদি আপনার কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সমাধান দেওয়ার চেষ্টা করব। 


আর এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।


তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments