মোবাইলের নেট স্লো হলে কি করবেন । What to do if the mobile network is slow


আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর বন্ধুরা কেমন আছেন আশা করি ভালই আছেন। 


তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই মোবাইলের নেটওয়ার্ক সমস্যাই করেছে। আমরা যখন একটি নতুন মোবাইল কিনি তারপর বেশ কয়েক মাস ভালো হয় মোবাইলটি চলে।


কিন্তু দেখা যায় আস্তে আস্তে মোবাইলটির নেট স্লো হয়ে যাচ্ছে। ইউটিউবে কোন ভিডিও প্লে করলে লোডিং নিচ্ছে, বা কারো সঙ্গে ভিডিও কলে কথা বললে ঠিকমত কথা বলা যাচ্ছে না।


এর একটাই কারণ হচ্ছে মোবাইলে নেটওয়ার্ক খুবই দুর্বল হয়ে গিয়েছে। 


এখন হয়তো আপনারা ভাবতেছেন, মোবাইলের নেট যদি স্লো হয় তাহলে কিভাবে সমাধান করা যায়। ‌



তো বন্ধুরা মোবাইলের নেট স্লো হয়ে গেলে সমাধান করার উপায় অবশ্যই রয়েছে তবে তার আগে আমাদের জানতে হবে কি কি কারনে মোবাইলে নেট স্লো হয়ে যায়।



কেননা আমাদের যদি কারণগুলো জানা থাকে তাহলে আমরা এই সমস্যা থেকে খুব সহজে দূরে থাকতে পারবো।


তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নেই কি কি কারনে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হতে পারে।


১.) আপনার মোবাইলে যদি অতিরিক্ত অ্যাপস গেম ইন্সটল করে রাখেন, অর্থাৎ আপনার দরকার হয় না, এমন এপস যদি আপনার মোবাইলে ইন্সটল করা থাকে , তাহলে অবশ্যই এই ধরনের অ্যাপস গুলো এখনই মোবাইল থেকে আনইন্সটল করে দিন। 


এতে আপনার মোবাইলের র‍্যাম এর উপর থেকে অনেক চাপ কমে যাবে, এবং মোবাইল আগে তুলনায় অনেক ফাস্ট ও নেটওয়ার্ক ভালো পাবেন।


২) যদি আপনার মোবাইলের ফোন মেমোরি ফুল থাকে, অর্থাৎ আপনার ফোন মেমোরি যদি পুরোপুরি ভরে যায়, তাহলে অবশ্যই আপনার মোবাইলের ফোন মেমোরি ফাঁকা করতে হবে।

মোবাইলের ফোন মেমোরি যদি ফাঁকা করেন তাহলে অবশ্যই মোবাইলের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে। 

এছাড়াও আপনার যেসব অডিও ভিডিও দরকার হয় না বা আপনার কোন কাজে আসে না এইসব অডিও ভিডিও গুলো বের করে ডিলিট করে দিবেন এতে আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে।। 


৩) তো বন্ধুরা মোবাইলে অবশ্যই একটি মেমোরি কার্ড ব্যবহার করবেন। কেননা আমাদের মোবাইলে অনেক সময় অনেক বড় বড় অডিও ভিডিও ফাইল রাখতে হয় এগুলো যদি আমরা ফোন মেমোরিতে রেখে দেই তাহলে আমাদের মোবাইলের ইন্টারনেট স্পিড ও মোবাইল আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে যেতে পারে। 


তাই আপনি একটি মেমারি ব্যবহার করবেন যাতে আপনি ওইসব ফাইল আপনার মোবাইলের ফোন মেমোরিতে না রেখে আপনার মেমোরি কার্ডে ফাইলগুলো রাখার চেষ্টা করবেন। এতে আপনার মোবাইল অনেক ফাস্ট ও নেটের গতি ভালো হবে।


তো বন্ধুরা আমি উপরের এই তিনটি বিষয়ের উপর আপনাদের খুবই গুরুত্ব দেওয়ার জন্য বলব কেননা উপরের এই তিনটি বিষয় অবশ্যই আপনি যদি মেনে চলেন তাহলে আপনার মোবাইল কোনদিনও নেটের সমস্যা হবে না, 


তো বন্ধুরা চলুন আমরা একটি সেটিং দেখে নেই যে সেটিং ঠিক করলে মোবাইলের ইন্টারনেট স্পিড আগের তুলনায় দ্বিগুণ স্পিড হবে।


মোবাইলের নেট স্পিড বৃদ্ধি করার উপায় / মোবাইলের নেট স্লো হলে করণীয় !


প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করবেন, তারপর System অপশনে ক্লিক করবেন।




তারপর বন্ধুরা উপরে স্ক্রিনশট এর মত দেখতে পারবেন, আপনি reset options এই অপশনে ক্লিক করবেন।



তো বন্ধুরা তারপর এরকম আসবে reset Wi-Fi mobile and Bluetooth আপনি এই অপশন এ ক্লিক করবেন।




তো বন্ধুরা তারপর এরকম একটি পেজ আসবে, এখন আপনি ‌‌‌‌ reset settings এই অপশনটিতে ক্লিক করবেন



তারপর বন্ধুরা আপনার ফোনে যদি কোন রকম লক দিয়ে রাখেন তাহলে সেই লোক সু করবে আপনি লোকটি দিবেন।



লকটি দেওয়ার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন, আপনি আবার reset setting এই অপশনে ক্লিক করবেন/ এখন আপনার কাজ শেষ আর কিছু করতে হবে না। ‌



এখন আপনার মোবাইল আগের তুলনায় অনেক নেট ফাস্ট হবে। এবং নেট চলে অনেক শান্তি পাবেন।


মোবাইলে নেট স্লো হলে করণীয় নিয়ে, শেষ কথা ।

তো বন্ধুরা এই পোস্টটা যদি আপনি কোথাও কোন কিছু না বুঝতে পারেন অথবা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সমাধান দেওয়ার চেষ্টা করব।



যদি পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং কোন বিষয়ে যদি আপনার পোস্ট লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।


তো বন্ধুরা এরকম পোস্ট নিয়মিত পেতে এই ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবেন। 


আজ এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


# ট্যাগ

মোবাইলের নেট স্লো হলে করণীয়,

মোবাইলে নেটওয়ার্কের সমস্যার সমাধান,

মোবাইলের নেট স্লো হলে কি করব,

কিভাবে মোবাইলের স্লো নেট ফাস্ট করব,

Post a Comment

0 Comments