আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভাল আছেন।
তো বন্ধুরা আমরা অনেকেই Wapkiz সাইট ব্যবহার করে থাকি, বিশেষ করে আমরা অনেকেই সং ডাউনলোডিং ওয়েবসাইট বানিয়ে থাকি।
আর একটি ওয়েবসাইটে ডিজিটাল পাওয়ার জন্য অবশ্যই প্রতিটা ফাইল গুগলে ইনডেক্স থাকতে হবে। তবে আপনি গুগল থেকে ভিজিটর ।
আর গুগল থেকে যদি আপনি ভিজিট পেতে চান বা আপনার সাইটে আপলোড করা সকল গানগুলো খুব দ্রুত যদি গুগলে ইনডেক্স করতে চান।
তাহলে আপনার Wapkiz ওয়েবসাইটে সাইট ম্যাপ যুক্ত করতে হবে।
তো বন্ধুরা আজকে আমি এই পোস্টে দেখাবো কিভাবে Wapkiz সাইটে সাইট ম্যাপ এড করতে হয়।
এবং Wapkiz সাইটে sitemap এর বা যুক্ত করার উপায় কি তা জানতে পারবেন।
তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নেই, কিভাবে Wapkiz এ সাইট ম্যাপ যুক্ত করতে হয়।
Wapkiz সাইটে সাইট ম্যাপ যুক্ত করার নিয়ম ২০২২
তো বন্ধুরা আপনি প্রথমে Wapkiz সাইটের প্যানেল অপশনে প্রবেশ করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন Site map অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন।
তো বন্ধুরা এখানে আপনি একটি ফাঁকা বক্স দেখতে পারবেন, এখানে আপনাকে একটি কোড দিতে হবে, উপরের স্ক্রিনশটে দেখুন আমি কোডটি দিয়েছি। এই কোডটির ডাউনলোড লিংক আমি এই পোস্টের সবার শেষে দিয়ে দিব সেখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
তো বন্ধুরা করতে Seve অপশনে ঔ ক্লিক করে সেভ করে দিতে হবে। সেভ হয়ে গেলে। আপনি চলে যাবেন Google search console এ
তো বন্ধুরা Google search console এ আসার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। তো আপনি বাঁদিকে উপরের কোনের দিকে থ্রি লাইন অপশন এ ক্লিক করবেন।
তো বন্ধুরা থ্রি লাইন অপশনে ক্লিক করার পর, এইরকম অপশন আসবে আপনি Sitemap এই অপশনে ক্লিক করবেন।
তারপর বন্ধুরা এরকম আসবে, আপনি উপরে sitemap.xml লিখে দিবেন যেমনটি দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনশটে। তারপর submit অপশনে ক্লিক করবেন , তো বন্ধুরা এখন আপনার কাজ শেষ, এখন আপনার আপনার সাইটে যাই আপলোড করুন না কেন এক দুই দিনের ভিতর ইনডেক্স হয়ে যাবে।
কোড ডাউনলোড লিংক https://drive.google.com/file/d/1lU_VAR7U5aeQPV4g0eA33G3ZuSsh-pqz/view?usp=drivesdk
Wapkiz এ সাইট ম্যাপ Submit করার নিয়ম নিয়ে শেষ কথা।
যদি আপনার সাইটম্যাপ যুক্ত করতে কোন রকম সমস্যা হয়।তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সাধ্যমত চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার।
তো বন্ধুরা এরকম পোস্ট নিয়মিত পেতে চাইলে অবশ্যই জানতে পারবে আমার এই ব্লগ সাইটটি প্রতিদিন সেট করবেন।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
#ট্যাগ
Wapkiz এ সাইট ম্যাপ যুক্ত করার নিয়ম,যেভাবে Wapkiz এ সাইট ম্যাপ যুক্ত করতে হয়,
Wapkiz এ কিভাবে সাইট ম্যাপ যুক্ত করব।
0 Comments