মোবাইল দিয়ে এক ক্লিকে ফেসবুকের সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করার উপায়

মোবাইল দিয়ে এক ক্লিকে ফেসবুকের সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করার উপায়
মোবাইল দিয়ে এক ক্লিকে ফেসবুকের সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করার উপায়

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি।


বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আপনাদের জানাবো তা হল। কিভাবে ফেসবুকের সকল ফ্রেন্ড এক ক্লিকে আনফ্রেন্ড করবেন।


আমরা অনেকেই ফেসবুকের ফ্রেন্ড আনফ্রেন্ড করতে চাই। এছাড়াও আপনি চাইলে বাছাই করে ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করতে পারেন। 


অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যেসব ফ্রেন্ডগুলো একটিভ থাকে না। সেইসব ফেসবুক ফ্রেন্ডের আইডি আপনার ফেসবুক আইডি থেকে আনফ্রেন্ড করে দিতে পারবেন। 


যদি আপনি এই পোস্ট টি মনোযোগ সহকারে দেখেন। তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন কিভাবে ফেসবুকের ফ্রেন্ড আনফ্রেন্ড করতে হয় সে বিষয়ে।


তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা জেনে নেই ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড কিভাবে করব সে বিষয়ে।


মোবাইল দিয়ে এক ক্লিকে ফেসবুকের সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করার নিয়ম!

ধাপ-১
ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করার জন্য। প্রথমে আপনি ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। তারপর ওপরের থ্রি বার আইকনে ক্লিক করবেন।


ধাপ-২

তারপর বন্ধুরা এ রকম একটি ইন্টারফেস আসবে। আপনি একটু নিচের দিকে এলে দেখতে পারবেন Settings & privacy নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


ধাপ-৩

তারপর settings অপশনে ক্লিক করবেন


ধাপ-৪
তারপর , উপরের স্ক্রীনশটএর মত আসবে। আপনি password and security এই অপশনে ক্লিক করবেন।


ধাপ-৫
তারপর বন্ধুরা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে if you think that your account has been hacked নামে অপশন দেখতে পারবেন আপনি ওই অপশন এ ক্লিক করবেন।


ধাপ-৬
তারপর বন্ধুরা এইরকম অপশন আসবে। আপনি someone else got into my account with my permission আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখুন continue অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন।


ধাপ-৭
তারপর উপরের স্ক্রীনশটএর মত আসবে। আপনি get started এই অপশনে ক্লিক করবেন।


ধাপ-৮
Get started ওখানে ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আসবে। এখানে কিছুক্ষণ সময় নিবে।


ধাপ-৯
সময় দেওয়ার পর উপরে স্ক্রীনশটএর মত আসবে। আপনি continue অপশনে ক্লিক করবেন।


ধাপ-১০

এখানে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। ওপরের ঘরে আপনার ফেসবুক আইডির আগের পাসওয়ার্ড দিবেন। আর শেষের দুই ঘরে আপনি যে পাসওয়ার্ডটি নতুন করে দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড টি দিবেন। তারপর continue অপশনে ক্লিক করবেন।


ধাপ-১১

তারপর উপরের স্ক্রীনশটএর মত আপনার ফ্রেন্ডের আইডি গুলো চলে আসবে। আপনি যদি একবারে সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে চান। তাহলে উপরে দেখুন select all নামে একটি অপশন রয়েছে আপনি ওই অপশন এ ক্লিক করবেন। তাহলে আপর সকল ফ্রেন্ড সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি বাছাই করে ফ্রেন্ড আনফ্রেন্ড করতে চান সে ক্ষেত্রে যে যে ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে চান। শুধুমাত্র সেই সেই ফ্রেন্ড গুলো কে সিলেক্ট করবেন।


ধাপ-১২
সিলেক্ট করা হয়ে গেলে। একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এলে continue অপশন দেখতে পারবেন আপনি ওই অপশন এ ক্লিক করবেন।

তাহলে বন্ধুরা আপনার ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে যাবে।


শেষ কথা।

আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি, মোবাইল দিয়ে এক ক্লিকে ফেসবুকের সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে হয় সে ব্যাপারে জানতে পেরেছেন।


যদি আপনার এই পোষ্ট ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই পোস্টটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও মোবাইল দিয়ে এক ক্লিকে ফেসবুকের সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড কিভাবে করতে হয় এ বিষয়ে জানতে পারে।


আপনি যদি এই পোস্টে কোথাও কোথাও কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের সঠিক তথ্য দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব।


আর এই রকম পোস্ট নিয়মিত পেতে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন।


এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments