এয়ারটেল এমবি কেনার কোড 2022 । How to buy MB on airtel sim

এয়ারটেল এমবি কেনার কোড 2022
এয়ারটেল এমবি কেনার কোড 2022

আসসালামু আলাইকুম!

কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায়।


বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের টিপস হচ্ছে এয়ারটেল সিমে কিভাবে এমবি কিনবেন। এবং এয়ারটেল এমবি কেনার কোড কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আশাকরি বিস্তারিত জানতে সাথেই থাকবেন। 


বন্ধুরা আমরা অনেকে এয়ারটেল সিম ব্যবহার করি অথবা এটেল সিম ব্যবহার করতে ছি। কিন্তু এয়ারটেল সিমে কিভাবে এমবি কিনে এ ব্যাপারে আমরা অনেকেই জানিনা। 


এয়ারটেল সিমে কিভাবে এমবি কিনে এই বিষয়ে জানার জন্য আজকের এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবেন। কেননা আজকের এই পোস্টে আলোচনা করা হবে। এয়ারটেল এমবি কেনার নিয়ম / উপায় সম্পর্কে। 


এছাড়াও জানতে পারবেন এয়ারটেল কম টাকায় বেশি এমবি কিভাবে কিনবেন। 


তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা জেনে নেই। এয়ারটেল সিমে এমবি কেনার নিয়ম সম্পর্কে। 

এয়ারটেল এমবি কেনার নিয়ম/ এয়ারটেল এমবি কেনার কোড!

1.

এয়ারটেল ইন্টারনেট অফার কম টাকায় , এয়ারটেল ইন্টারনেট অফার ২০২২, এয়ারটেল নতুন অফার, এয়ারটেল এমবি কেনার কোড ও কীভাবে এমবি কিনবেন,

প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল পেড অপশনে যাবেন। তারপর ওপরের স্ক্রীনশটে যে কোড দেখছেন ওই কোড লিখবেন। লেখার পর আপনার এয়ারটেল সিমে কল দিবে।


2.

এয়ারটেল ইন্টারনেট অফার কম টাকায় , এয়ারটেল ইন্টারনেট অফার ২০২২, এয়ারটেল নতুন অফার, এয়ারটেল এমবি কেনার কোড ও কীভাবে এমবি কিনবেন,

কোড ডায়াল করার পর উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। এবং এখানে আপনার সকল ইন্টারনেট অফার দেখতে পারবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন 1 থেকে 8 পর্যন্ত ইন্টারনেট অফার এবং মিনিট অফার গুলো দেখতে পারবেন। এর মধ্যে আপনি যেটা কিনতে চান কিনে নিতে পারবেন।

আমি 1 নাম্বার এই ইন্টারনেট অফারটি কিনব, ইন্টারনেট অফার টি কেনার জন্য। একটু নিচের দিকে দেখুন ফাঁকা অপশন পেয়ে যাবেন। এই ফাঁকা অপশনে  1 লিখিবেন যেমনটি দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনশটে। তারপর Send অপশনে ক্লিক করবেন।


3.

এয়ারটেল ইন্টারনেট অফার কম টাকায় , এয়ারটেল ইন্টারনেট অফার ২০২২, এয়ারটেল নতুন অফার, এয়ারটেল এমবি কেনার কোড ও কীভাবে এমবি কিনবেন,

এরপর উপরে স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। এখন এই ইন্টারনেট অফার টি অ্যাক্টিভ করার জন্য। আবার নিচে 1 লিখতে হবে, দেখা হয়ে গেলে send অপশনে ক্লিক করতে হবে। আপনার এয়ারটেল সিমে যদি অফারটি কেনার মত টাকা থাকে, তাহলে এই অফারটি আপনার সিমের একটিভ হয়ে যাবে।


তো বন্ধুরা এই নিয়মে এয়ারটেল সিমে যতো খুশি ততো এমবি কিনতে। 


সর্বশেষ কথা।

বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে, আপনি জানতে পেরেছেন এয়ারটেল সিমে এমবি কিভাবে কিনে এবং এয়ারটেল সিমে এমবি কেনার কোড সম্বন্ধে।



যদি এই পোস্ট আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই পোস্টটি শেয়ার করে দেবেন।

যদি আপনার বন্ধুরাও এয়ারটেল সিমে কিভাবে এমবি কিনে সে ব্যাপারে জানতে পারে।



আর আপনি যদি এই পোস্ট পড়ে, এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। 


ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।


বন্ধুরা আজকের পোষ্টে এখানেই শেষ করছি, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো এইরকম পোস্ট নিয়মিত পেতে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন।


ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। 

# Tags:-

# এয়ারটেল ইন্টারনেট অফার ২০২২,

# এয়ারটেল নতুন অফার, 

# এয়ারটেল এমবি কেনার কোড, 

# এয়ারটেল সিমে কিভাবে এমবি কিনতে হয়,

# এয়ারটেল সিমে এমবি কেনার উপায়,

Post a Comment

0 Comments