জেনেনিন বাংলালিংক মিনিট অফার দেখার কোড কী ?এবং কিভাবে সহজে মিনিট কিনবেন !

বাংলালিংক মিনিট অফার দেখার কোড ২০২২ঃ-

বাংলালিংক মিনিট অফার দেখার কোড, বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনতে হয়,

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ‌‌

বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে বাংলালিংক সিমে মিনিট কিনতে হয়। এবং বাংলালিংক সিমে মিনিট কেনার কোড কি। এ বিষয়ে আশা করি সাথেই থাকবেন।


আমরা অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করে  থাকি। কিন্তু বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনতে হয় ও এবং বাংলালিংক মিনিট অফার দেখার কোড কি তা জানিনা । 


তাই আমরা চাইলেও banglalink সিমে মিনিট কিনতে পারি না। তো বন্ধুরা চিন্তার কোন কারণ নেই আজকের এই পোস্ট দেখলে আপনি। খুব সহজেই banglalink সিমে মিনিট অফার দেখার নিয়ম সম্বন্ধে জানতে পারবেন।


তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা। জেনে নেই কিভাবে বাংলালিংক সিমে মিনিট অফার দেখতে হয়। 


কীভাবে বাংলালিংক মিনিট অফার দেখবেনঃ-

বন্ধুরা বাংলালিংক সিমে প্রধানত দুই ভাবে মিনিট কিনতে পারবেন। 

১) বাংলালিংক অ্যাপস ব্যবহার করে।

২) কোড ডয়েল করে।

তো বন্ধুরা আজকে আমি কোড ডয়েল করে কিভাবে খুব সহজেই। বাংলালিংক মিনিট অফার দেখবেন ও কিনবেন সে বিষয়ে জানাবো।


বাংলালিংক মিনিট অফার দেখার উপায় বা নিয়মঃ-

বন্ধুরা banglalink সিমে মিনিট অফার দেখার নিয়ম বা উপায় সম্বন্ধে জানতে নিচের যে স্ক্রিনশট গুলো দেওয়া হয়েছে। সেই স্ক্রিনশটগুলো ভালো করে দেখে নিবেন এবং স্ক্রিনশটে যে নিয়ম দেখানো হয়েছে সেই নিয়মগুলো ভালো করে ফলো করবেন। এবং সে অনুযায়ী আপনি আপনার মোবাইলে ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনি আপনার প্রিয় বাংলালিংক সিমের মিনিট অফার দেখতেও কিনতে পারবেন।

বাংলালিংক মিনিট অফার দেখার কোড ও নিয়মঃ-

ধাপ-১

বাংলালিংক মিনিট অফার দেখার কোড, বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনতে হয়,

প্রথমে আপনি যা করবেন তা হল । প্রথমে আপনি আপনার ফোনের ডাল প্যাড অপশনে প্রবেশ করবেন। তারপর বাংলালিংক মিনিট দেখার কোড *৮৮৮# এই কোড টি লিখবেন। 

তারপর আপনার প্রিয় বাংলালিংক ছিমে কল দেবেন। কল দেওয়ার পর নিচের Screenshot এর মত আসবে।


ধাপ-২

বাংলালিংক মিনিট অফার দেখার কোড, বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনতে হয়,

তারপর উপরের স্ক্রীনশটএর মত আসবে। আপনি মিনিট অফার দেখার জন্য। 8 নাম্বার অপশনে যেতে হবে। এরজন্য নিচে ৮ লিখে Send অপশনে ক্লিক করবেন।


ধাপ-৩

বাংলালিংক মিনিট অফার দেখার কোড, বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনতে হয়,

তারপর কম দামের মিনিট অফার গুলো দেখার জন্য। ‌ বা কেনার জন্য। ৬ নাম্বার অপশনে যেতে হবে।‌‌ ৬ নাম্বার অপশনে যেতে  নিচে ৬ লিখে Send অপশনে ক্লিক করবেন।


ধাপ-৪

বাংলালিংক মিনিট অফার দেখার কোড, বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনতে হয়,

তারপর এরকম কিছু মিনিট অফার দেখতে পারবেন। এর ভিতর আপনার যে মিনিট অফারটি পছন্দ। সেটিি কিনতে পারবে।‌‌  দেখুুন বন্ধুরা ২ নাম্বার মিনিট অফারটি আমি নিব। এই অফারটি নেওয়ার জন্য নিচে ২ লিখে ‌‌‌‌‌‌‌‌‌Send অপশনে ক্লিক করবেন।

তাহলে বন্ধুরা আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। এবং আপনি মিনিট অফারটি পেয়ে যাবেন।


সর্বশেষ

বন্ধুরা ওপরে এই নিয়মগুলো মেনে যদি আপনি। কাজ করেন। বা আপনার মোবাইলে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি আপনার বাংলালিংক সিমে মিনিট অফার দেখতে ও কিনতে পারবেন।


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।


আর এই পোস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।


এরকম পোস্ট নিয়মিত পেতে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন।

Post a Comment

0 Comments