জিপ ফাইল আন জিপ করার নিয়ম | Zip File Unzip From Online 2022

কিভাবে Zip File Unzip করতে হয় ।

আসসালামু আলাইকুম।

জিপ ফাইল আন জিপ করার নিয়ম , জিপ ফাইল কিভাবে আন জিপ করতে হয় , জিপ ফাইল আনজিপ করার সহজ উপায়,

বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন আশা করি সকলেই ভাল আছেন। বন্ধুরা আজকে আমি দেখাবো। ‌ কিভাবে খুব সহজে আপনি জিবি ফাইল অন জিপ করবেন।


বন্ধুরা জিবি ফাইল অন জিবি করার অনেক রকম সফটওয়্যার রয়েছে। কিন্তু আজকে আমি কোন রকম সফটওয়্যার ছাড়াই জিপ ফাইল আন জিপ করা আপনাদের শিখাব।


আপনি হয়তো ভাবছেন কিভাবে সফটওয়্যার ছাড়াই জিবি ফাইল আন জিপ করা যায় বা এটা কি করে সম্ভব। 


বন্ধুরা হ্যাঁ সম্ভব। বর্তমান অনলাইন থেকেও জিবি ফাইল আনজিপ করার জয়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে অনলাইন থেকে কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়।


যারা জানেন না কিভাবে অনলাইন থেকে জিপ ফাইল আন জিবি করতে হয় তারা আজকের এই পোস্ট মনোযোগ সহকারে দেখে নেবেন। 


তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন অনলাইন থেকে কিভাবে জিবি ফাইল আন জিপ করতে হয়।


তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা জেনে নেই কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় তাও আবার কোন রকম সফটওয়্যার ছাড়াই শুধু আনলাইন থেকে।

অনলাইন থেকে জিপ ফাইল আনজিপ করার নিয়ম:

১.

জিপ ফাইল আন জিপ করার নিয়ম , জিপ ফাইল কিভাবে আন জিপ করতে হয় , জিপ ফাইল আনজিপ করার সহজ উপায়,

প্রথমে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে https://unzip-online.com/en/zip এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। উপরে দেখুন Choose File অপশন রয়েছে। ওই অপশন এ ক্লিক করে আপনি যে ফাইলটি আনজিপ করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর নিচে দেখুন Uncompress file ওই অপশন এ ক্লিক করবেন।


২.

জিপ ফাইল আন জিপ করার নিয়ম , জিপ ফাইল কিভাবে আন জিপ করতে হয় , জিপ ফাইল আনজিপ করার সহজ উপায়,
 
তারপর দেখবেন বন্ধুরা উপরের স্ক্রীনশটএর মত আপনার জিপ ফাইলটি, আন জিপ হয়ে যাবে। এখন এই আন জিপ ফাইলগুলো মেমোরিতে সেভ করার জন্য। জাস্ট ফাইল গুলোর উপরে ক্লিক করবেন । তাহলে আপনার ওই ফাইলগুলো আপনার মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে। উপরের স্ক্রিনশট দেখুন FN NuralamZainulAbedin B2003 Bold.ttf
এই ফাইলটি আমার মেমোরিতে সেভ করব। তাই আমি এই ফাইলটির উপর ক্লিক করলাম।


৩.

জিপ ফাইল আন জিপ করার নিয়ম , জিপ ফাইল কিভাবে আন জিপ করতে হয় , জিপ ফাইল আনজিপ করার সহজ উপায়,

তারপর দেখুন বন্ধুরা আমার আন জিপ করা ফাইল  ডাউনলোড হয়ে গেছে ও মেমোরিতে সেভ হয়েছে। বন্ধুরা এই নিয়মে আপনি যত খুশি তত জিপ ফাইল আনজিপ করে নিতে পারবেন তাও আবার কোন রকম সফটওয়্যার ছাড়াই এবং কোন রকম ঝামেলা ছাড়াই।


সর্বশেষ

সবশেষে বলতে চাই আশা করি আপনি আজকের এই পোস্টের মাধ্যমে খুব সহজেই জিপ ফাইল আনজিপ করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।


যদি আপনি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ‌ ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।


আর আপনার যদি এই পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝে এই পোস্টটি শেয়ার করে দিবেন। যদি আপনার বন্ধুরাও এই বিষয়ে জানতে পারে ও তারাও অনলাইন থেকে জিবি ফাইল আন জিবি করার নিয়ম সম্পর্কে জানতে পারে।


তো বন্ধুরা এতক্ষণ আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্ট আমি এখানেই শেষ করছি পরবর্তী তে আরো এরকম পোস্ট পেতে। এই ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করবেন।


বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন পোস্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments