ফ্রি ইন্টারনেট চালানোর উপায় (part-1)!
বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য । খুবই দরকারি ও প্রয়োজনীয় একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের টিপস হচ্ছে কিভাবে ফ্রি ইন্টারনেট চালানো যায় এ বিষয় নিয়ে। বিস্তারিত জানতে আশা করি সাথেই থাকবেন।
বন্ধুরা আমরা অনেকেই ফ্রী ইন্টারনেট চালাতে চাই। কিন্তু ফ্রি ইন্টারনেট কিভাবে চালানো যায়। এ ব্যাপারে আমরা অনেকেই জানিনা।
আপনারা হয়তো অনেকেই জানেন না যে মোবাইল দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। এতে আপনার মোবাইলের ডাটা বা টাকা কোন টাই কাটবেনা। একদম ফ্রি ইউটিউব চালাতে পারবেন। ফ্রি ফেসবুক চালাতে পারবেন। ফ্রি ইমু হোয়াটসঅ্যাপ অ্যাপস গুলো একদম ফ্রী ব্যবহার করতে পারবেন কোন প্রকার এমবি লাগবে না।
বন্ধুরা অনেকেই হয়তো Droid Vpn এই অ্যাপস এর নাম শুনে থাকবে। মূলত এই এপস দিয়েই ফ্রি ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। তো বন্ধুরা আজকে আমি এই অ্যাপস টি কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে জানাবো। এপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিবেন।
তো বন্ধুরা এই অ্যাপসটি দিয়ে ফ্রী ইন্টারনেট চালাতে গেলে অবশ্যই এই অ্যাপস এ একটি একাউন্ট খুলতে হবে। বন্ধুরা Droid Vpn এ কিভাবে একাউন্ট খুলতে হয় এ বিষয়ে নিচে স্ক্রিনশট সহ বিস্তারিত আলোচনা করা হলো।
অনেকেই আছেন যারা Droid Vpn এ কিভাবে একাউন্ট খুলতে হয় এ ব্যাপারে জানেন না তারা নিচের নিয়ম গুলো ভালো করে ফলো করবেন। তাহলে আপনি খুব সহজেই একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
Droid Vpn এ অ্যাকাউন্ট খোলার নিয়ম / উপায়!
ধাপ-১
ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য। Droid vpn অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিবেন। তারপর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। বাঁদিকে উপরের দিকে কোনে থ্রি ডট আইকনে ক্লিক করবেন।
ধাপ-২
ধাপ-৩
ধাপ-৪
ধাপ-৫
- আপনার নাম দিবেন।
- একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি যেন আপনার মনে থাকে।
- তারপর আপনার জিমেইল দিবেন।
এসব দেওয়া হয়ে গেলে আপনি I'm not a robot এই অপশনে ক্লিক করবেন।
ধাপ-৬
তারপর বন্ধুরা এ রকম একটি ক্যাপচা আসবে। এটি পুরুন করতে হবে। এটি কিভাবে করবেন । উপরে দেখুন tractor লেখা রয়েছে। নিচে দেখুন ট্রাক্টর এর পিকচার কয়টি রয়েছে। শে কয়টি সিলেক্ট করবেন। যেমনটি দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনশটে। তারপর VERIFY অপশনে ক্লিক করবেন।
ধাপ-৭
ধাপ-৯
তারপর বন্ধুরা signup successful হয়েছে। Droid vpn অ্যাপস থেকে আমাদের জিমেইলে একটা মেসেজ পাঠিয়েছে। তাহলে চলুন বন্ধুর জিমেইল এ গিয়ে দেখি কি মেসেজ পাঠিয়েছে।
ধাপ-১০
ধাপ-১১
ধাপ-১৪
ধাপ-১৫
ধাপ-১৬
তারপর বন্ধুরা এইরকম আসবে। আপনি একাউন্ট খোলার সময় যে জিমেইল দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন। তা এখানে দিতে হবে।
- নাম্বার অপশনে জিমেইল দিবেন।
- নাম্বার অপশনে পাসওয়ার্ড দিবেন।
তারপর I am not a robot এই অপশনে ক্লিক করবেন।
ধাপ-১৭
ধাপ-১৮
ধাপ-১৯
তারপর দেখুন বন্ধুরা। আপনার একাউন্ট একটিভ হয়ে গেছে। আপনি মূলত ২০০ এমবি করে প্রতিদিন পাবেন। প্রতিদিন লগিন করলে আরো 100 এমবি পাবেন। নিচে দেখুন activate Additional 100MB এই অপশনে ক্লিক করবেন। তাহলে আম আরো 100 বোনাস পাবেন।
শেষ কথা।
বন্ধুরা Vpn দিয়ে ফ্রি ইন্টারনেট (পার্ট - ১) আপনারা জানতে পারলেন Droid Vpn এ একাউন্ট খোলার উপায় সম্বন্ধে।
(পার্ট - ২) এ জানতে পারবেন কিভাবে Droid vpn দিয়ে ফ্রি নেট চালাতে হয়। এবং Droid vpn এর সেটিং কিভাবে করতে হয়।
তাই পরবর্তী পার্ট আসা পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
0 Comments