কিভাবে ফেসবুক আইডি খুলতে হয় | ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ২০২২

ফেসবুক একাউন্ট খোলার উপায় ২০২২ ।

আসসালামুআলাইকুম বন্ধুরা


কেমন আছেন আশা করি সকলেই ভাল রয়েছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি প্রয়োজনীয় পোস্ট নিয়ে হাজির হলাম।


আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন, কিভাবে খুব সহজে ফেসবুক আইডি খুলতে হয় , সে ব্যাপারে।



বন্ধুরা আমরা যখন একটি নতুন মোবাইল ফোন কিনি। তখন ফেসবুক চালানোর জন্য আমাদের একটি ফেসবুক আইডির প্রয়োজন হয়। 


তো কিভাবে ফেসবুক আইডি খুলতে হয় সে ব্যাপারে আমরা অনেকেই জানিনা। যার কারণে অন্য কারো কাছে গিয়ে আমাদের ফেসবুক আইডি খুলে নিতে হয়। 


বন্ধুরা আপনি কি জানেন অন্য করও থেকে ফেসবুক আইডি খুলে নিলে, ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যার কাছ থেকে ফেসবুক আইডি খুলে নিতেছেন সে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ড এবং নাম্বার জেনে ফেলবে। কাযন সে যদি ইচ্ছে করে আপনার ফেসবুক আইডিতে যে কোন সময় প্রবেশ করতে পারবে। 


তাই আমার মতে নিজের ফেসবুক আইডি নিজেই খোলে নেওয়াই ভালো। এতে আপনার ব্যক্তিগত তথ্য আপনার কাছেই থাকবে অন্য কেউ জানতে পারবে না। 


তো বন্ধুরা আপনি হয়তো ভাবছেন আমি তো ফেসবুক আইডি খুলতে পারি না কিভাবে ফেসবুক আইডি খুলবো। তো বন্ধুরা চিন্তার কোন কারণ নেই আজকের এই পোস্টে আপনি খুব সহজেই ফেসবুক আইডি খোলার নিয়ম জানতে পারবেন। 


তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনশট সহ ফেসবুক আইডি খোলার নিয়ম সম্পর্কে জেনে নেই।


ফেসবুক আইডি খোলার নিয়ম ২০২২ ।

1.


প্রথমে আপনি, ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন, তারপর উপরের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন। আপনি create new Facebook account এই অপশনে ক্লিক করবেন।


2.


তারপর উপরের স্ক্রীনশটএর মত আসবে, আপনি Next অপশনে ক্লিক করবেন।


3.


তারপর ওপরের স্ক্রীনশট এর মত আসবে। Fast name এবং last name লিখবেন। 
 
লিখার পর Next অপশনে ক্লিক করবেন।


4.


তারপর এইরকম আসবে, এখানে আপনার জন্ম তারিখ ঠিকঠাক মতো দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে Next এ ক্লিক করবেন।


5.


তারপর এইরকম আসবে , এখানে আপনাকে যা করতে হবে তা হলো। আপনি মেয়ে হলে উপরের Female আপশানে ক্লিক করবেন।

আর আপনি যদি ছেলে হন সে ক্ষেত্রে Male অপশনে ক্লিক করবেন।

এসব হয়ে গেলে, নিচে Next অপশনে ক্লিক করবেন।



6.


তারপর আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, যেমনটি দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনশটটে, 

মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে Next অপশনে ক্লিক করবেন।


#


তারপর একটি পাসওয়ার্ড দিবেন, খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি যেন 8 সংখ্যার হয়। যেমনটি দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনশটটে। 

পাসওয়ার্ড দেওয়া হয় গেলে Next অপশনে ক্লিক করবেন।



7.



তারপর উপরের স্ক্রীনশটএর মত আসবে, আপনি sign up অপশনে ক্লিক করবেন।


8.


তারপর আপনার উপরে স্ক্রীনশট এর মত দেখতে পারবেন, আপনি no create new account এই অপশনে ক্লিক করবেন।


9.


তারপর, আপনি যে ফেসবুকে নাম্বারটি দিয়েছিলেন, সেই নাম্বারে একটা এসএমএস যাবে এবং ওই এসএমএসে একটি কোড থাকবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। যেমনটি দেখতে পাচ্ছেন ওপরের স্ক্রীনশটে। ঠিক এমন ভাবেই দিবেন, 

কোড দেওয়া হয়ে গেলে নিচের confirm অপশনে ক্লিক করবেন।



10.


তারপর Skip অপশনে ক্লিক করবেন, এভাবে যতগুলো Skip অপশন আসবে সবগুলোতে ক্লিক করে দিবেন।


11.


বন্ধুরা দেখুন আমার ফেসবুক আইডি খোলা হয়ে গেছে, এখন ফেসবুক আইডির ভিতরে প্রবেশ করার জন্য Ok অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি ফেসবুকের হোম পেজে প্রবেশ করবেন, এবং বিভিন্ন পোস্ট, ভিডিও, চ্যাটিং , দেখতে ও করতে পারবেন



সর্বশেষ কথা।

আশা করি আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে, কিভাবে ফেসবুক আইডি খুলতে হয় | ফেসবুক একাউন্ট খোলার নিয়ম , সম্পর্কে জানতে পেরেছেন।


আপনার যদি এই পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই, আপনার বন্ধুদের মাঝে এই পোস্টটি শেয়ার করে দিবেন। যাতে আপনার বন্ধুরাও, কিভাবে ফেসবুক আইডি খুলতে হয় | ফেসবুক একাউন্ট খোলার নিয়ম সম্বন্ধে জানতে পারে।


আপনার যদি এই পোস্টে কোথাও কোন কিছু, বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।


আর এরকম নতুন নতুন টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে এই ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন।


তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরো কোন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments