মোবাইল গরম হওয়ার কারণ ও মোবাইল গরম হয়ে গেলে করণীয়

মোবাইল গরম হয়ে গেলে করণীয় ২০২২।

হ্যালো বন্ধুরা কেমন আছেন, আশা করি আপনারা অনেক অনেক ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। 


আজকের টিপস যে বিষয়ে লেখা হবে তা হয়তো অনেকেই এই পোস্টের টাইটেল দেখে বুঝে গিয়েছেন।
আজকে আমি আলোচনা করব, মোবাইল কেন গরম হয়, এবং মোবাইল গরম হলে কি করবেন, এ বিষয়ে জানতে চাইলে। অবশ্যই এই পোস্ট মনোযোগ সহকারে দেখে নেবেন।


কারণ আজকের এই পোস্টেই আপনারা জানতে পারবেন। মোবাইল গরম হয় কেন এবং মোবাইল গরম হলে করণীয় কি এ বিষয়ে। 


বর্তমান আধুনিক যুগে আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু এই মোবাইল ফোন যখন ব্যবহার করা হয় তখন প্রচন্ড গরম হয়। বিশেষ করে যে মোবাইল গুলোতে রেম, রোম, প্রফেসর, কম থাকে সেই মোবাইল গুলো গরম বেশি হয়। 


অনেকে হয়তো মোবাইল গরম হওয়া এটাকে সমস্যা মনে করেন। আসলে এটা ভাবা উচিত নয়। ইলেকট্রনিক যন্ত্রপাতির একটু গরম হতেই পারে। তবে প্রচন্ড বেশি গরম হলে সেটাকে সমস্যা বলে ধরে নেওয়া উচিত।  


যদি দেখেন মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এই অতিরিক্ত গরম হওয়ার সমস্যা সমাধান করে নিতে হবে। এই সমস্যা যদি আপনি না সমাধান করেন। তাহলে আপনার মোবাইল হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে। 


তাহলে এ থেকে সমাধান পাওয়ার জন্য। আমাদের অবশ্যই জানতে হবে। মোবাইল কেন গরম হচ্ছে। এবং কি কি করলে গরম হবে না এবং সবসময় ঠান্ডা থাকবে। বিস্তারিত জানতে সাথেই থাকুন।


মোবাইল গরম হওয়ার কারন । কি করলে মোবাইল সবসময় ঠান্ডা থাকবে।

#টিপস-১

এক নম্বর টিপসে রয়েছে। মোবাইলের ব্যাক কভার খুলে ব্যবহার করা। আমরা অনেকেই মোবাইলের ব্যাক কভার ব্যবহার করে থাকি। আমরা অনেকেই জানিনা মোবাইলের এই ব্যাক কভার। মোবাইলের জন্য কতটা ক্ষতিকর প্রভাব ফেলে।  আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি। তখন মোবাইল একটু গরম হয়। মোবাইলের ব্যাক কভার থাকার কারণে সেই গরম মোবাইলের ভেতর থেকে বাইরে আসতে পারে না। যাওয়ার কারণে মোবাইল আস্তে আস্তে প্রচন্ড গরম হতে থাকে। তাই আপনার মোবাইল যদি অতিরিক্ত গরম হয় তাহলে অবশ্যই আজকের পর থেকে মোবাইলের ব্যাক কভার ব্যবহার করা ছেড়ে দেন। এতে আপনার মোবাইল কিছুটা হলেও গরম কম হবে।



#টিপস-২

মোবাইলে অতিরিক্ত গেম ও অ্যাপস, ইনস্টল করে রাখবেন না। আপনার মোবাইলে যদি অতিরিক্ত গেম অ্যাপস ইন্সটল করা থাকে, তাহলে আপনার মোবাইলের রেম এর উপর প্রচন্ড চাপ পড়ে থাকে। এবং এর থেকেও মোবাইল গরম হতে পারে। তাই আপনি আপনার মোবাইলে দেখুন অতিরিক্ত কোন অ্যাপস বা গেম ইন্সটল করে রেখেছেন কিনা। যদি অতিরিক্ত এপস বা গেম ইন্সটল করা থাকে তাহলে সেই এপস এবং গেমস গুলিকে এখনই আনইন্সটল করে দেন। এতেও আপনার মোবাইল গরম হওয়ার হাত থেকে রক্ষা পাবে।



#টিপস-৩

মোবাইল চার্জ দেওয়া অবস্থা বালিশের নিচে রাখবেন না। আমরা অনেকেই এই কাজটা করে থাকি। রাতে মোবাইল চার্জ দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ি। আপনি হয়তো জানেন না, মোবাইল চার্জ দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লে মোবাইল আস্তে আস্তে প্রচন্ড গরম হতে থাকে। তাই আপনি যখন মোবাইল চার্জ দিবেন তখন অবশ্যই মোবাইল ফোনটি টেবিলের উপর রেখে মোবাইল ফোন চার্জ দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার মোবাইল অনেকাংশে গরম হওয়া সমস্যা, কমে যাবে।


#টিপস-৪

মোবাইল চার্জে রেখে মোবাইল ব্যবহার করা। আমরা অনেকেই মোবাইল চার্জে রেখে মোবাইল ফোন টেপাটিপি করে থাকে। আপনি যদি মোবাইল চার্জে রেখে মোবাইল ব্যবহার করেন সে ক্ষেত্রে আপনার মোবাইল গরম হতে পারে। কারণ মোবাইলের বিদ্যুৎ সংযোগ ও মোবাইলের ব্যাটারির চার্জ দুটি একত্রিত হয়ে মোবাইল চলতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে , সেই পরিমাণের থেকে বিদ্যুতের ভোল্টেজ বেশি হয়ে যায়। যার কারনে মোবাইলের ভিতরের সার্কিট গুলো আস্তে আস্তে গরম হতে থাকে। এবং পরবর্তীতে মোবাইলকে আগুনের মত গরম করে ফেলে। তাই মোবাইল চার্জে রেখে ব্যবহার করবেন না। 


তো বন্ধুরা জানতে পারলেন মোবাইল কি কি কারণে গরম হয় এবং কি করলে মোবাইল গরম হওয়া থেকে রক্ষা করবেন। উপরে যে চারটি বিষয়ে আলোচনা করা হয়েছে এই চারটি বিষয় যদি আপনি ফলো করে মোবাইল ব্যবহার করেন তাহলে আমি নিশ্চিত আপনার মোবাইল গরম হওয়া সমস্যা সমাধান হয়ে যাবে। আমি আগেই বলেছি ইলেকট্রনিক যন্ত্রপাতি একটু একটু গরম হতে পারে এটা স্বাভাবিক। আপনার মোবাইল যদি একটু একটু গরম হয় তাহলে চিন্তার কোন কারণ নেই। আর যদি বেশি পরিমাণে গরম হতে থাকে তাহলে উপরের চারটি নিয়ম অনুযায়ী কাজ করবেন তাহলে আপনার মোবাইল গরম হওয়ার সমস্যা থেকে সমাধান করতে পারবেন।


শেষ কথা।

আশা করি আজকের এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, মোবাইল গরম হওয়ার কারণ ও মোবাইল গরম হয়ে গেলে করণীয় কী এ ব্যাপারে।


আপনার যদি এই পোস্ট ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যাতে আপনার বন্ধুরাও এই পোস্ট পড়ে উপকৃত হয়। 


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।


তো বন্ধুরা এই রকম টিউটোরিয়াল নিয়মিত পেতে ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন। আর আপনার যদি কোন বিষয়ে টিউটিরিয়াল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
 

বন্ধুরা আজকের এই পোস্ট এখানেই শেষ করছি। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments