আপনার লেখা ব্লগ পোস্ট কেউ কপি করতেছে | দেখে নিন সহজে কিভাবে ব্লগ পোস্ট কপি হওয়া বন্ধ করবেন ২০২২

ব্লগের লেখা পোস্ট কপি হওয়া অপশন বন্ধ করার উপায় 2022

আসসালামু আলাইকুম, 

কেমন আছেন আশা করি ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আজকে আমি আপনাদের জন্য খুবই কার্যকর একটি ট্রিক্স নিয়ে আসলাম। আজকের পোস্ট যারা ব্লগিং করেন শুধু তাদের জন্য। 


আমরা যারা ব্লগিং করি। বা নতুন ব্লগে যোগ দিয়েছি। এবং ব্লগ এ কাজ করার অনেক ইচ্ছা রয়েছে। শুধু তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। 


বন্ধুরা আজকে আমি আপনাদের শিখাব কিভাবে ব্লগ পোস্ট কপি হওয়া বন্ধ করা যায় এই সমন্ধে। কারণ আমরা ব্লগে অনেক কষ্ট করে পোস্ট লিখখি। এবং অন্য কেউ মুহূর্তেই আমাদের লেখা পোস্ট গুলো কপি করে তার সাইটে পোস্ট করে।


সত্যি বলতে কি আমার সাইটের পোস্ট একজন কপি করেছিল। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করে। ব্লগে লেখা পোস্ট কপি হওয়া বন্ধ করার একটি কোড পেলাম। সেই কোড আমার ব্লগে ব্যবহার করার পর। আর কেউ আমার ব্লগের লেখা কপি করতে পারে না।


আমরা যারা নতুন ব্লগার রয়েছি, আমরা গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য। আমাদের ব্লগে কষ্ট করে অনেক বড় বড় পোস্ট লিখে থাকি। যদি কেউ এই পোস্ট কপি করে তার সাইটে পোস্ট করে। তাহলে আপনি কোনদিনও গুগল এডসেন্স পাবেন না। 


করণ গুগল এডসেন্স তখন ধরে নেবে আপনার ওই পোস্ট কপি করেছেন। যদিও আপনি আপনি ওই পোস্ট নিজেই লিখেছেন পোস্ট টি। তবুও গুগল এডসেন্স পোস্টকে কপি পোস্ট মনে করবে। এবং গুগল এডসেন্স আপনি নাও পেতে পারেন।


হয়তো আপনারা ভাবছেন, কিভাবে ব্লগের লেখা পোস্ট কপি হওয়া বন্ধ করব। বন্ধুরা চিন্তার কোন কারণ নেই আজকে আমি আপনাদের এমন একটি টিপস শিখিয়ে দিব। যে টিপস এর মাধ্যমে আপনি খুব সহজেই। আপনার ব্লগের লেখা পোস্ট লক করতে পারবেন।


আপনি যদি জানতে চান কিভাবে ব্লগের পোস্ট কপি হওয়া অপশন বন্ধ করতে হয়। তাহলে আজকের এই পোষ্ট মনোযোগ সহকারে দেখে নিবেন। কারণ আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন। ব্লগের লেখা পোস্ট কপি হওয়ার অপশন বন্ধ করার নিয়ম সম্পর্কে।


তাহলে চলেন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে। আমরা জেনে নেই ব্লগের লেখা কিভাবে কপি পাস্ট (copy past) বন্ধ করা যায়।


ব্লগ পোস্ট কপি হওয়া অপশন বন্ধ করার নিয়ম ২০২২।

কেউ যদি আপনার ব্লগে লেখা কপি করে তাহলে নিচের নিয়ম গুলো দেখে সেই অনুযায়ী কাজ করবে। তাহলে আপনি 100 পার্সেন্ট ব্লগ পোস্ট কপি হওয়া অপশন বন্ধ করতে পারবেন।

1.



প্রথমে আপনি আপনার ব্লগে প্রবেশ করবে। তারপর বাঁ দিকে উপরে দেখুন। একটি মেনু আইকন রয়েছে। আপনি ওই মেনু আইকনে ক্লিক করবেন। 


2.


মেনু আইকন এ ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন। এবং একটু নিচের দিকে দেখুন লেআউট নামে একটি অপশন রয়েছে। আপনি ওই লেআউট অপশনে ক্লিক করবেন।


3.

লেআউট অপশনে ক্লিক করার পর, উপরের স্ক্রীনশটএর মত আপনার মোবাইলের স্ক্রিনে আসবে, একটু নিচে দেখুন লেখা আছে একটি গ্যাজেট যোগ করুন আপনি অপশন এ ক্লিক করবেন।


4.


তারপর আপনার মোবাইলের স্ক্রিনে। উপরের স্ক্রীনশটএর মত আসবে। আপনি HTML/JavaScript নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। ওই অপশন এ ক্লিক করবেন।


5.


HTML/JavaScript অপশনে ক্লিক করার পর, উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন‌। 

  1. শীর্ষক
  2. এবং সামগ্রী
এই দুইটি অপশন দেখতে পারবেন। শীর্ষক অপশনে কিছু লিখতে হবে না। এবং নিচে দেখুন সামগ্রী  অপশন  রয়েছে এই অপশনে একটি কোড পাস্ট করতে হবে।  কোড টির  লিংক। এই কোড টির লিংক  পোস্টের  সবার নিচে 
দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কোড টি ডাউনলোড করা হয়ে গেলে। কোড টি ওপেন করবেন। ওপেন করার পর কপি করবেন। সামগ্রী অপশনে পাস্ট করে দিবেন। পাস্ট করা হয়ে গেলে, নিচে দেখুন একটি অপশন রয়েছে সেভ করুন নামে। আপনি এই অপশনে ক্লিক করবেন। সেভ হয়ে গেলে আপনার কাজ শেষ। 

এখন আপনার ব্লগ ভিউ করে দেখুন। যে কোন লেখা কপি করার চেষ্টা করুন। দেখবেন আপনার ব্লগের লেখা আর কপি হবে না।

👇👇👇👇👇
ব্লগের লেখা পোস্ট কপি হওয়া অপশন বন্ধ করার কোড ডাউনলোড👉 Click here...👈👈

ব্লগের লেখা কপি হাওয়া বন্ধ করা নিয়ে, শেষ কথা।

আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে , আপনি আপনার ব্লগের লেখা কপি হওয়া বন্ধ করতে পারবেন।

আপনার যদি এই পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এই পোস্ট দেখে তাদের ব্লগের লেখা পোস্ট কপি হওয়া বন্ধ করতে পারে।


আর আপনি যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব।


তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তীতে আরো এরকম পোস্ট পেতে আমার এই ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করবেন। ভালো থাকবেন আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments