কিভাবে গুগল থেকে অ্যাপস গেম, ছবি, অডিও গান, ডাউনলোড করবেন

গুগল থেকে অ্যাপস ও গেম , পিকচার, অডিও গান ডাউনলোড করার উপায়।

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভাল আছি আল্লাহর রহমতে।
আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আমাদের মোবাইলে গুগল নামে একটি এপস আছে। এবং এই গুগোল অ্যাপস দিয়ে কিভাবে।

  • Google থেকে mp3 গান ডাউনলোড করব।
  • কিভাবে Google থেকে পিকচার ডাউনলোড করব।
  • কিভাবে Google থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করব।
এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনাটি খুবই important হতে চলেছে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন।

আমাদের অনেক সময়়, কোন কিছু জানার জন্য আমার গুগল এ সার্চ করি এবং ওই বিষয়ে উত্তর পেয়ে যাই।
কিন্তু আমরা অনেকেই গুগল থেকে "গান, পিকচার, মোবাইল অ্যাপস," ডাউনলোড করতে পারিনা তাই আপনাদের সুবিধার্থে আমি আজকে এই পোস্ট লিখতে বসেছি।

আর বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কিভাবে গুগল থেকে অডিও গান, অ্যান্ড্রয়েড অ্যাপস, পিকচার ডাউনলোড করব।

গুগল থেকে অডিও গান ডাউনলোড করার উপায়:-

ধাপ - ১


প্রথমে আপনি আপনার ফোনের Google Go Apps টি open করবেন।


ধাপ - ২


গুগোল অ্যাপস ওপেন করার পর, আপনার মোবাইলের স্কিনে উপরের স্ক্রীনশট এর মত ইন্টারফেস শো করবে। এবং নিচের দিকে দেখুন খুঁজুন নামে একটি অপশন রয়েছে। আপনি ওই অপশনে ক্লিক করবেন।


ধাপ - ৩


খুঁজুন এ ক্লিক করার পর, আপনি যে গান ডাউনলোড করতে চান, সেই গনের নাম লিখবেন, এবং শেষে MP3 song download এই লেখা টি লেখবেন, যেমন: আমি samz Vai এর তুমি পূর্ণিমার আলো এই গানটি ডাউনলোড করব। এখন এই গানটি কিভাবে সার্চ করবেন দেখুন, তুমি পূর্ণিমার আলো mp3 song download এইভাবে লিখে Go তে ক্লিক করবেন। তারপর উপরের স্ক্রীনশটএর মত এইরকম ওয়েবসাইট আসবে , প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর ক্লিক করবেন।


ধাপ - ৪


প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইট এ ক্লিক করার পর, আপনার মোবাইলের স্ক্রিনে, উপরের স্ক্রীনশটএর মত ইন্টারফেস শো করবে। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন। 


ধাপ - ৫


নিচে আসার পর, আপনি দেখতে পারবেন download লেখার নিচে  Tomi purnimar alo - samz Vai MP3 এইরকম লেখা দেখতে পারবেন। ওই লেখার উপর ক্লিক করবেন।


ধাপ - ৬


Tomi purnimar alo - samz Vai MP3 এই লেখার উপর ক্লিক করার পর আপনার মোবাইলের স্ক্রিনের নিচে দেখুন ডাউনলোড করুন নামে একটি অপশন শো করবে আপনি ওই  ডাউনলোড করুন অপশনে ক্লিক করবেন।


ডাউনলোড করুন অপশনে ক্লিক করার পর, উপরে দেখুন আপনার অডিও গান ডাউনলোড শুরু হয়ে গেছে। তো বন্ধুরা উক্ত নিয়মে এই গুগল থেকে mp3 গান ডাউনলোড করতে পারবেন। যদি আপনি সঠিক নিয়মে চেষ্টা করেন।


তো বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম গুগোল থেকে অডিও গান ডাউনলোড করার নিয়ম সম্পর্কে, এখন আমরা জানবো গুগোল থেকে কিভাবে ছবি বা পিকচার ডাউনলোড করতে হয়।

গুগোল থেকে ছবি বা পিকচার ডাউনলোড করার উপায়:-

ধাপ - ১

আপনি Google অ্যাপস এ ডুকবেন তারপর উপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। তারপর ছবি নামে একটি icon দেখতে পারবেন। তারপর আপনি ওই আইকনে ক্লিক করবেন।


ধাপ - ২


ছবি আইকনে ক্লিক করার পর, নিচের দিকে খুঁজুন নামে একটি অপশন রয়েছে। আপনি ওই অপশন এ ক্লিক করবেন


ধাপ - ৩


খুঁজে অপশনে ক্লিক করার পর,  আপনি কি ধরনের পিকচার ডাউনলোড করতে চান সেই পিকচার টির নাম লিখবেন এবং Go তে ক্লিক করবেন। আমি ফুলের পিকচার ডাউনলোড করব, তাই ফুলের পিকছার লিখে Go তে ক্লিক করলাম। এবং সাথে সাথেই উপরের স্ক্রীনশটএর মত এই রকম অনেকগুলো পিকচার দেখতে পারবেন। আপনি যে ছবিটি ডাউনলোড করবেন। সেই ছবির উপর ক্লিক করবেন। উপরে যে স্ক্রিনশটটি দেখুন আমার এই পিকচারটি পছন্দ এবং আমি পিকচার টির উপর ক্লিক করলাম।


ধাপ - ৪


পছন্দ অনুযায়ী ছবির উপর ক্লিক করার পর, ওপরের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। এবং পিকচার টি ডাউনলোড করার জন্য আপনি , ওই ছবিটির উপর হাতের আঙ্গুল দিয়ে 1-2 সেকেন্ড সময় নিয়ে চেপে ধরে রাখুন। তারপর শেয়ার করুন - ডাউনলোড করুন 
এই দুইটা অপশন দেখতে পাবেন আপনি ডাউনলোড করুন অপশনে ক্লিক করবেন।


ধাপ - ৫


ডাউনলোড অপশনে ক্লিক করার পর। সাথে সাথেই দেখতে পারবেন আপনার পিকচারটি ডাউনলোড হয়ে গেছে।

তো বন্ধুরা এই নিয়ম এই গুগল থেকে ছবি বা পিকচার ডাউনলোড করতে পারবেন।

তাহলে চলুন বন্ধুরা এখন আমরা জেনে নেই গুগল থেকে অ্যাপস গেম ডাউনলোড করার নিয়ম সম্পর্কে।

গুগল থেকে এপস গেম ডাউনলোড করার উপায়।

ধাপ - ১


আবার আপনি Google Apps এর Home এ আসবেন। তারপর খুঁজুন এ ক্লিক করবেন

ধাপ - ২


তারপর আপনি যে apps টি Download করতে চান সেই apps টির নাম লিখবেন এবং নামের শেষে apk download এই লেখাটি লিখবেন। এবং সাথে সাথেই এই রকম wapsite দেখতে পারবেন। আপনি প্রথমে যে wapsite আসবে সেইটির উপর ক্লিক করবেন।


ধাপ - ৩

 

তারপর এইরকম দেখতে পারবেন, Download apk এ ক্লিক করবেন।


ধাপ - ৪


তারপর এইরকম আসবে, 


ধাপ - ৫


তারপর ডাউনলোড করুন এ ক্লিক করবেন


ধাপ - ৬


তারপর দেখুন আপনার Apps টি download শুরু হয়ে গেছে।


ত বন্ধুরা এই রকম করেই Google থেকে download করা হয়।

আজকে পোস্ট এখানেই শেষ করছি , আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই সাইটটি ভিজিট করবেন,


Tag. কিভাবে গুগল থেকে ডাউনলোড করব, গুগল থেকে ডাউনলোড করার উপায়, গুগল থেকে ভিডিও গান ডাউনলোড করার উপায়, গুগল থেকে পিকচার ডাউনলোড করার উপায়।

Post a Comment

1 Comments